‘গান্ধীর সময় দেশের জন্য রাজনীতি হত, এখন ক্ষমতার জন্য!” বেফাঁস কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি

বাংলা হান্ট ডেস্কঃ ‘মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) সময় রাজনীতি কেবলমাত্র দেশ, সমাজ এবং উন্নয়নের জন্য করা হত, তবে বর্তমানে তা কেবলমাত্র ক্ষমতা দখলের জন্যই করা হয়ে চলেছে’। গত শনিবার এক অনুষ্ঠান চলাকালীন এহেন বিস্ফোরক মন্তব্য করে বসেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। এখানেই না থেমে পরবর্তীতে তিনি বলেন, “মাঝেমধ্যে মনে হয় রাজনীতি ছেড়ে দিই।” আর তাঁর এই মন্তব্যের পড়েই শুরু হয়ে গিয়েছে একাধিক জল্পনা। তবে কি রাজনীতি থেকে সরে দাঁড়াতে চাইছেন কেন্দ্রীয় মন্ত্রী? একইসঙ্গে বিভিন্ন মহল থেকে দাবি করা হয় যে, সম্ভবত বিজেপি সরকারের সঙ্গে তাঁর দূরত্ব সৃষ্টি হয়েছে। তবে তাঁর বক্তব্যের পেছনে এখনো পর্যন্ত কোন স্পষ্ট কারণ জানা যায়নি।

গতকাল নাগপুরে এক অনুষ্ঠান চলাকালীন নীতিন গড়করি বলেন, “কখনো কখনো মনে হয় রাজনীতি ছেড়ে দিই। কারণ বর্তমানে সমাজের জন্য এমন অনেক কাজ করতে হবে, যা হয়ে উঠছে না।” এরপরেই তিনি মহাত্মা গান্ধীর প্রসঙ্গ টেনে বলেন, “গান্ধীর সময় দেশ, সমাজ এবং উন্নয়নের জন্য রাজনীতি করা হয়ে থাকতো। পরবর্তীতে সেটি একাধিক উন্নয়নমূলক কাজে করা হলেও বর্তমানে কেবলমাত্র ক্ষমতা দখলের জন্যই যেন রাজনীতি করা হয়ে চলেছে।”

সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী বলেন, “আজ রাজনীতি কেবলমাত্র ক্ষমতা দখলের জন্য করা হচ্ছে। কিন্তু আমাদের বোঝা দরকার যে, রাজনীতি শব্দের মানে কি। এটা সমাজ এবং দেশের উন্নয়নের জন্য করা উচিত। সমাজের জন্য এমন অনেক কাজ আছে, যা করা প্রয়োজন।”

উল্লেখ্য, গত শনিবার সমাজকর্মী গিরিশ গান্ধীকে অভিনন্দন জানাতে একটি অনুষ্ঠানে হাজির হন নীতিন গড়করি। গিরিশ গান্ধী অতীতে এনসিপি দলের সঙ্গে যুক্ত থাকলেও ২০১৪ সালে দল ত্যাগ করেন এবং বর্তমানে বেশ নামকরা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত তিনি। তাঁকে অভিনন্দন জানাতে উঠে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “গিরিশ যখন রাজনীতি করত, তখন ওকে মাঝেমধ্যেই আমি নিরুৎসাহিত করতাম। এর কারণ হলো, আমি মাঝে মধ্যে ভাবি যে, রাজনীতি ছেড়ে দেওয়া ভালো। আসলে রাজনীতির বাইরেও সমাজের জন্য একাধিক কাজ করার প্রয়োজন রয়েছে।”

nitin gadkari

স্বাভাবিকভাবেই, এরপর বিজেপি দল ত্যাগ কিংবা তাদের সঙ্গে দূরত্ব বাড়ানো প্রসঙ্গে একাধিক প্রশ্ন চিহ্ন সৃষ্টি হলেও সে সম্পর্কে খোলসা করে কিছু জানাননি নীতিন গড়করি।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর