গাড়ি কেনার সময় পাবেন ১৫ শতাংশ ছাড়! খোদ নীতিন গড়কড়ি বললেন উপায়, জেনে নিন

বাংলাহান্ট ডেস্ক: ভারতে ক্রেতাদের গাড়ি কেনার পর উপরি একাধিক জিনিসের জন্য চার্জ করা হয়। যার মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন চার্জ ও ইন্স্যুরেন্স। সেই কারণে গাড়ির এক্স-শোরুম দাম ও অন রোড দামের মধ্যে আকাশ পাতাল ফারাক থাকে। এই পরিস্থিতিতে সকলেই ভাবতে থাকেন কী ভাবে দামের উপর ছাড় পাওয়া যায়। সম্প্রতি অটো এক্সপোতে এই উপায় বাতলে দিলেন খোদ পরিবহন ও সড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি (Nitin Gadkari)।

তিনি এমন একটি উপায় বললেন যার মাধ্যমে গাড়ি কিনলে ১৫ শতাংশ অবধি ছাড় পাওয়া সম্ভব। নীতিন গড়কড়ি জানিয়েছেন, কেন্দ্রের যানবাহন স্ক্র্যাপ নীতির ফলে গ্রাহক ও সংস্থা দু’পক্ষেরই লাভ হতে পারে। এই নীতির ফলে গাড়ি বিক্রিতে প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি আসতে পারে বলে মত তাঁর। অটো এক্সপো ২০২৩-এ তিনি বলেন, “স্ক্র্যাপের ক্ষেত্রে গাড়ি বিক্রিতে ১০ থেকে ১২ শতাংশ বৃদ্ধি পাওয়া যাবে। পাশাপাশি প্রস্তুতকারক সংস্থাও কাঁচা মালের ক্ষেত্রে ৩৩ শতাংশ খরচ কমাতে পারবে।” 

Nitin Gadkari 4

তিনি আরও জানিয়েছেন, যাঁরা তাঁদের গাড়ি স্ক্র্যাপ করবেন, তাঁরা নতুন গাড়ি অবশ্যই কিনবেন। ফলে গাড়ির বিক্রি বৃদ্ধি পাবে। গাড়ির কোম্পানিগুলিকে মন্ত্রীর পরামর্শ, স্ক্র্যাপ সার্টিফিকেট দেখানো ক্রেতাদের গাড়ির দামের উপর ছাড় দিতে হবে। অন্যদিকে অর্থ মন্ত্রকের তরফেও ছাড় দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। 

প্রসঙ্গত, সরকারের এই স্ক্র্যাপ নীতির অধীনে কারও গাড়ি যদি ১৫ বছরের পুরোনো হয়, তাহলে সেটিকে বাতিল করতে হবে। এর ফলে সরকার সেই গ্রাহককে একটি সার্টিফিকেট দেবে। এক বছরের মধ্যে নতুন গাড়ি কেনার সময় সেই সার্টিফিকেট দেখালে ১৫ শতাংশ অবধি কর ছাড় পাওয়া যাবে। তবে কেউ যদি কমার্শিয়াল গাড়ি কেনেন, তাহলে তিনি ১০ শতাংশ অবধি ছাড় পাবেন।

Subhraroop

সম্পর্কিত খবর