বাংলাহান্ট ডেস্ক : মাইক্রোব্লগিং সাইট ট্যুইটার (Twitter) কিনে নিচ্ছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk)। সূত্র মারফত খবর, ৪৪ বিলিয়ন ডলারের বদলে এই চুক্তিটি সেরেছেন তিনি। এটিকেই এখনও অবধি প্রযুক্তি জগতের সবচেয়ে বড় চুক্তি হিসেবে ধরা হচ্ছে। কিন্তু অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari) এই চুক্তির পর ভারতে আসার জন্য আরও একবার আমন্ত্রন জানিয়েছেন ইলন মাস্ককে।
একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘ইলন মাস্ক যদি ভারতে টেসলা তৈরি করতে চান তাহলে কোনও সমস্যা নেই। তা স্বাগত জানাই। কিন্তু চিনে তৈরি হওয়া টেসলা ভারতে বিক্রি করতে চাইলে তা দেশের পক্ষে ভালো নয়। ভারতে এসেই গাড়ি তৈরি করা উচিত টেসলার। ভারতের কাছে সমস্ত প্রয়োজনীয় ক্ষমতা ও প্রযুক্তি রয়েছে যা উৎপাদন খরচ কমাতে পারে।’
বহুদিন ধরেই ভারতের বাজারে প্রবেশের চেষ্টা চালাচ্ছে টেসলা। এর জন্য একাধিকবার তারা ভারত সরকারের কাছে কর ছাড় দেওয়ার জন্য আবেদনও করেছে। কিন্তু প্রতিবারই তা প্রত্যাখ্যান করে ভারত সরকার। তবে এবার কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল।
প্রসঙ্গত উল্লেখ্য, ট্যুইটারকে কেনার পরে তাতে তিনি একাধিক পরিবর্তন আনবেন বলেই জানিয়েছেন ইলন মাস্ক। ট্যুইটারের ‘মালিক’ হওয়ার পর একটি ট্যুইট করেই নিজের বক্তব্য জানান তিনি। সেই বিবৃতিতে তিনি বলেন, ‘বাকস্বাধীনতা যে কোনও গণতন্ত্রেরই ভিত্তি প্রস্তর। ট্যুইটার হল সেই জায়গা যেখানে মানবতার ভবিষ্যতের জন্য একাধিক বিষয়ে আলোচনা করা হয়। আমি ট্যুইটারকে সর্বকালের সেরা হিসেবে গড়ে তুলতে চাই। এই বিষয়ে কাজ শুরু করার জন্য আমি উন্মুখ হয়ে রয়েছি।’