লকডাউনে সড়ক নির্মাণের কাজ করলে শ্রমিক সমস্যা ও ট্রাফিক সমস্যা দূর হবে: নীতিন গডকরি

কেন্দ্রীয় সড়ক পরিবহন নিতিন গডকরি লকডাউন পরিস্থিতিকে কাজে লাগানোর কথা জানান। জেলাগুলির সংগ্রহকারীরা যাতে অভিবাসী শ্রমিকদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, যাতে জাতীয় মহাসড়ক প্রকল্পগুলি ত্বরান্বিত করা যায় সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি বিপদে চলে গেছে তাই এই সময় সাবধানে থাকা প্রয়োজন। তাই  তিনি আরও বলেন যে কাজ শুরু করার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম অনুসরণ করা হবে।র

লক ডাউনে কাজ শুরুর ক্ষেত্রে করোনার ভাইরাসের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ সাবধানতা নেওয়া হবে। করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী।

 

IMG 20200417 WA0021

পএদিন তিনি বলেন অনেক জেলার কালেক্টর অনুমোদন দিয়েছেন। তবে কেউ কেউ এখনও তা দেয়নি, তাই রাজ্যের মুখ্য সচিবদের সাথে আলোচনা করা হচ্ছে।চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত‍্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত‍্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ‍্যে।

বাদ যায়নি ভারতও। দেখতে দেখতে করোনার থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ‍্যা পার করেছে ৮ হাজার। আগামী তিন মে পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন।


সম্পর্কিত খবর