বাংলাহান্ট ডেস্ক : দেশে (India) বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। প্রায় দিনই কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনার খবর উঠে আসে শিরোনামে। ভারতের (India) মধ্যে চার রাজ্য সবথেকে বেশি দুর্ঘটনা প্রবণ বলে দাবি করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। দেশের এক বহুল জনপ্রিয় রাজ্যে সবথেকে বেশি মানুষ প্রাণ হারায় সড়ক দুর্ঘটনায়। সংসদে শীতকালীন অধিবেশনে সম্প্রতি এমনি তথ্য প্রকাশ করেছেন তিনি।
সবথেকে বেশি সড়ক দুর্ঘটনা ভারতের (India) এই চার রাজ্যে
গড়করি জানান, প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ১,৭৮,০০০ মানুষের প্রাণ যায়। এর মধ্যে অধিকাংশই কম বয়সী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে ৬০ শতাংশের বয়স ১৮-৩৪ বছরের মধ্যে। এদিন সংসদে যে তথ্য তিনি পেশ করেছেন তা বলছে, দেশের (India) মধ্যে চারটি রাজ্য সাথে বেশি দুর্ঘটনা প্রবণ। এ তালিকায় প্রথমেই রয়েছে উত্তরপ্রদেশের নাম, যেখানে বছরে ২৩,৬৫২ জনের মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায়। তারপরে রয়েছে তামিলনাড়ু। বছরে ১৮,৩৪৭ জনের মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায়।
সর্বাধিক দুর্ঘটনা এই শহরে: তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ। এই দুই রাজ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা যথাক্রমে ১৫,৩৬৬ এবং ১৩,৭৯৮। গড়করি আরো জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় সবথেকে ক্ষতিগ্রস্ত শহর দিল্লি। এখানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৪৫৭ জনেরও বেশি। তারপরেই আসে বেঙ্গালুরুর নাম, যেখানে মৃত্যুর সংখ্যা ৯১৫ জন।
আরো পড়ুন : ‘শাহরুখ আমার পা চাটছে আর…’, কিং খানের নামে কুকুরের নাম! সমস্ত সীমা ছাড়ান আমির
সমাধান বাতলালেন গড়করি: তবে সড়ক দুর্ঘটনা এত বেড়ে গেলেও সাধারণ মানুষের যে বিশেষ হেলদোল রয়েছে তেমনটা কিন্তু নয়। ট্রাফিক আইন মেনে মান্য করেন না অনেকেই। হেলমেট না পরা, সিগন্যাল অমান্য করার মতো ঘটনা তো আকছার ঘটছে। পাশাপাশি অনেক ট্রাক লেনের শৃঙ্খলা ভঙ্গ করে পার্কিং করে বলেও দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন গড়করি। এর সমাধান হিসেবে বাস তৈরিতে আন্তর্জাতিক মান অনুসরণ করার নির্দেশ দিয়েছেন তিনি আধিকারিকদের। দুর্ঘটনা ঘটলে যাতে সহজেই বাসের জানলা ভেঙে মানুষের প্রাণ বাঁচানো যায় তার জন্য জানলার কাছে একটি হাতুড়ি রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
আরো পড়ুন : দীর্ঘ প্রতীক্ষার অবসান! ২৬/১১-র হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিচ্ছে আমেরিকা
এদিন মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্মেলনে ভারতের (India) সড়ক ব্যবস্থায় নিরাপত্তা নিয়ে বলতে গেলে খুবই বিব্রত হতে হয় তাঁকে। তিনি নিজেও অতীতে সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। তাই তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা আছে বলেও মন্তব্য করেন নীতিন গড়করি।