বাংলা হান্ট ডেস্কঃ অবৈধ ভাবে পার্কিংয়ে রাখা গাড়ির ছবি তুলে পাঠালে এবার থেকে আপনি পেতে পারেন 500 টাকা পুরস্কার! শুনতে আশ্চর্য লাগলেও গতকাল একটি অনুষ্ঠানে ঠিক এমনই এক ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি। তবে সম্পূর্ণটাই ছিল হাসির ছলে। ফলে প্রশ্ন উঠে গিয়েছে, পুরোটাই কি নিছক রসিকতা। নাকি এর পিছনে রয়েছে আগামী দিনে কেন্দ্র সরকারের নিয়ে আসতে চলা নতুন কোনো আইন?
এদিন একটি অনুষ্ঠানে যোগদান করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “ভুলভাবে গাড়ি পার্কিং করা থাকলে আমরা এক হাজার টাকা জরিমানা করে থাকি। এক্ষেত্রে যদি কোন ব্যক্তি সেই গাড়ির ছবি তুলে আমাদের পাঠাতে পারে, তাহলে সেখান থেকে 500 টাকা পাবেন তিনি।” তবে এই বক্তব্য পেশ করার সময় তাঁকে হাসতে দেখা যায় এবং তৎক্ষনাৎ হাসির রোল পড়ে যায় সর্বত্র। তবে কেন্দ্র সরকার দ্বারা যেভাবে আচমকা একের পর এক নতুন আইন নিয়ে আসার রেকর্ড রয়েছে, সে দিক থেকে বিবেচনা করলে ব্যাপারটি মোটেই রসিকতার নয়।
তবে এদিন অবৈধ পার্কিং নিয়ে সমালোচনা করতে দেখা যায় নীতিন গড়করিকে। তিনি বলেন, “আমাদের দেশে বর্তমানে এমন অনেক পরিবার আপনি পেয়ে যাবেন, যাদের প্রতি সদস্যদের জন্য একটি করে গাড়ি রয়েছে। কিন্তু নেই কোন পার্কিং জায়গা। দিল্লিতে একাধিক প্রান্তে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে সেটাকে পার্কিং স্পেস বলে চালানো হয়।”
প্রসঙ্গত, করোনা পরবর্তী সময় গাড়ি বিক্রি ফের ফের একবার চাঙ্গা হয়ে উঠেছে। এ বছরে গাড়ি বিক্রির এক নতুন রেকর্ড তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে বাজারে একের পর এক নতুন গাড়ি ক্রয় করা হলেও পার্কিং স্পেসের জায়গা খুবই কম আর সেই কারণেই এদিন ইলেকট্রিক গাড়ির প্রসঙ্গ উঠে আসে কেন্দ্রীয় মন্ত্রীর গলায়। সেই প্রসঙ্গ উল্লেখ করে আমেরিকার কথা টেনে আনেন তিনি।
নীতিন গড়করি বলেন, “আমেরিকায় যেমন প্রতিটি সাফাই কর্মীএ নিজস্ব গাড়ি রয়েছে সেরকম ভাবে ভবিষ্যতে ভারতে একই পরিস্থিতি দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে আমাদের পার্কিং স্পেস বিষয়টি মাথায় রাখতে হবে।”