আর করা যাবে না হর্ন নিয়ে কেরামতী, আইনে আসছে বড় পরিবর্তন, জানিয়ে দিলেন নীতিন গড়করি

বাংলা হান্ট ডেস্কঃ গাড়ির হর্ন, অ্যাম্বুলেন্স এবং পুলিশ গাড়ির সাইরেন রীতিমতো অস্বস্তি তৈরি করে কানে। এই বিরক্তিকর আওয়াজ শব্দ দূষণও করে। এবার এ কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। এবার থেকে গাড়ির হর্নে আর ব্যবহার করা যাবে না বিদেশি সুর এমনটাই বার্তা দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি। তিনি এও জানিয়েছেন এ নিয়ে আগামী দিনে নতুন আইনও আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।

মুম্বাইয়ে একটি হাইওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসে একাধিক বিষয়ে মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান আগামী দিনে সড়ক দুর্ঘটনার উঠতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। তামিলনাড়ুর ক্ষেত্রে সরকার প্রায় ৫০ শতাংশ কমিয়ে এনেছে সড়ক দুর্ঘটনা অথচ মহারাষ্ট্রে তা হচ্ছে না। সেই কারণে এবার চার লেনের বদলে মুম্বাই নাসিক হাইওয়েকে আরও বিস্তৃত করে ছয় লেনের সড়কে পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর জন্য আনুমানিক খরচ হবে প্রায় ৫ হাজার কোটি টাকা। একইসঙ্গে মন্ত্রী আরও জানান, নাসিক পুনে হাইওয়েতে ডবল লেন ফ্লাইওভারে মেট্রো চলাচল শুরু করতে ১৬০০ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্র সরকার। আগামী দিনে তা যানজট অনেকখানি কমাবে।

গড়করি আরও জানান, নাসিকে ততখানি পরিবেশ দূষণ নেই, এখানকার আবহাওয়া অত্যন্ত ভালো উন্নয়নের সঙ্গে সঙ্গে সেদিকেও খেয়াল রাখবে সরকার। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন এবার থেকে গাড়ির হর্ন হিসেবে আর বিদেশী সুর ব্যবহার করা যাবে না তাতে ব্যবহার করতে হবে ভারতীয় সুর। বাঁশি, তবলা, বেহালা, মাউথ অর্গান, হারমোনিয়াম প্রভৃতি বাদ্যযন্ত্রের সুর ব্যবহৃত হবে গাড়ির হর্ন হিসেবে যা মনকে আনন্দ দেবে। এ নিয়ে আগামী দিনে নতুন আইন আনতে চলেছে কেন্দ্র এমনটাও জানান তিনি।

In three years, India will be on par with the US in road construction: nitin gadkari

শুধু ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেই নয় অ্যাম্বুলেন্স, মন্ত্রীর কনভয়, পুলিশ গাড়ির ক্ষেত্রে সাইরেন নিয়ে অধ্যায়ন করা হচ্ছে বলে জানান পরিবহন মন্ত্রী। তিনি বলেন, “একজন শিল্পী আকাশবাণীর জন্য একটি সুর তৈরি করেছিলেন এবং এটি খুব ভোরে বাজানো হচ্ছিল। আমি সেই সুরটি অ্যাম্বুলেন্সের জন্য ব্যবহার করার কথা ভাবছি যাতে মানুষ আনন্দ পায়। এটা খুবই বিরক্তিকর, বিশেষ করে মন্ত্রীদের পাশ দিয়ে যাওয়ার পর, সাইরেনগুলি পুরো ভলিউমে ব্যবহার করা হয়। এটি কানেরও ক্ষতি করে।”

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর