বিশেষ কিছু শর্ত দিয়ে পাবলিক ট্রান্সপোর্ট শুরু করা হবে: নিতিন গডকড়ী

বাংলাহান্ট ডেস্ক :কোরোনা (corona)পরিস্থিতির মধ্যেই নীতিন গডকড়ি (Nitin Gadkari) সরকারী গণপরিবহন যাত্রা শুরু করে ইঙ্গিত দিলেন। তিনি জানান করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ২৪ শে মার্চ লকডাউন এর ঘোষণার পরে বন্ধ পরিবহন ব্যবস্থা। তবে এবার সুযোগ পেলে অবস্থা স্বাভাবিক হলেও প্যালেটিক ট্রান্সপোর্টপোর্ট অপারেশন চালু করা যেতে পারে।

সময় বাড়তে বাড়ছে লক ডাউন
এখন সেই সময় যত এগোচ্ছে ততই বাড়ছে লক ডাউন। সব কটি রাজ‍্য বাড়ানো হয়েছে লক ডাউন।
পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের ১৭ই মার্চ পর্যন্ত লক ডাউন ঘোষণা করেছেন।

এতো দিনে আরো বেড়েছে করোনা সংক্রমন

এর মধ্যে কেটে গেছে প্রায় ৩৩ দিন। কিন্তু তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সায়ত্রিশ হাজার। তিনি জানান পাবলিক ট্রান্সপোর্টের অবস্থার উন্নতির জন্য কনফেডারেশনের সদস্যদের পক্ষ থেকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে।

করোনার খারাপ পরিস্থিতিতে বন্ধ বাস, বিমান, ট্রেন 

কোরোনায় দেশের অবস্থা এতটাই সংকটজনক যে এই সময় রেলওয়ে এবং ফ্লাইটস পরিষেবাও সব বন্ধ। দেশের মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আটকে আছে তাও চেষ্টা চালানো হচ্ছে তাদের উদ্ধার করার।
গডকরি জানান দেশ ও শিল্প উভয়ই একই সাথে এই বিপদের সময় পেরিয়ে যাবে। আর এখনও দেশের মানুষ সংকটে আছে। সমগ্র দেশ এখন অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে।   তবে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পাবলিক পরিবহণ চালু করা, রাষ্ট্রীয় কর এড়ানো এবং বীমা নীতিমালার বৈধতা বাড়ানোর মতো বিষয়গুলিও দেখা হবে।

সম্পর্কিত খবর