বাংলা হান্ট ডেস্ক : বিজেপি (BJP) বিরোধী প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বড় মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। এদিন তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী পদের দৌড়ে নেই’। রাহুল গান্ধীকে (Rahul Gandhi) প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার দাবি জানান মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে নীতিশ এই মন্তব্য করেন।
শনিবার পাটনার জ্ঞান ভবনে সহকারী অধ্যাপক ও অধ্যক্ষদের নিয়োগপত্র বিতরণ করতে আসেন বিহারের মুখ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিকরা নীতীশকে প্রশ্ন করেন রাহুল গান্ধী কি বিরোধীদের মুখ হতে পারেন? এই প্রশ্নের উত্তরেই হাসিমুখে তিনি বলেন, ‘এতে আমাদের কোনো সমস্যা নেই। তাতে দোষ কি? সবাইকে একসঙ্গে মঞ্চে আসতে হবে, সবকিছু একসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা অপেক্ষা করছি। আমার সম্পর্কেও লোকে বলে, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। আমিও এই দৌড়ে নেই।সকল দলকে একত্রিত হতে হবে, সবকিছু মিলেই সিদ্ধান্ত নিতে হবে।’
নীতিশ এদিন আরও দাবি করেন, ‘সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। সবকিছু একসঙ্গে সিদ্ধান্ত হবে। আমরা চাই আরও বেশি দল একসঙ্গে কাজ করুক। দেশের উন্নয়নে জন্য কাজ করুক। দেখা হলেই সবকিছু ঠিক করা হবে। ভিন্নভাবে জিজ্ঞেস করলে কি হবে। কেউ হওয়াটা ভালো কথা, তবে একসাথে চলাফেরা করলেই সব ঠিক হয়ে যাবে।’
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ কয়েক দিন আগেই বলেছিলেন ‘২০২৪ সালের লোকসভা নির্বাচন রাহুল গান্ধীই শুধু বিরোধীদের মুখই হবেন না, প্রধানমন্ত্রী পদপ্রার্থীও হবেন।’ এই প্রসঙ্গেই নীতিশ কুমারকে প্রশ্ন করেন সাংবাদিকরা। এই প্রসঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের দাবি, ‘সময়ই সব বলে দেবে। প্রত্যেকেরই নিজস্ব ইচ্ছা আছে, প্রত্যেকেই তার কথা রাখে। নীতীশ জি পরিস্কার ভাবে জানিয়েছেন, সর্বাধিক বিরোধীদের একত্রিত করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাই তাঁর একমাত্র উদ্দেশ্য।’