বাংলাহান্ট ডেস্ক : ভরা মঞ্চেই ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রণাম করতে ছুটলেন জেডিইউ নেতা নীতিশ কুমার (Nitish Kumar)। চলতি বছরেই এমন দৃশ্য দেখা গিয়েছে এর আগে। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় বার শপথ গ্রহণের সময়ও মোদীর পা ছুঁয়ে তাঁকে প্রণাম করেছিলেন নীতিশ (Nitish Kumar)। তার আগেও সর্বসমক্ষে প্রধানমন্ত্রীর পা ছুঁতে দেখা গিয়েছে তাঁকে। এ নিয়ে হয়েছে সমালোচনা। কিন্তু নীতিশ কুমার যে দমার পাত্র নন তা বুধবারই বোঝা গেল আবার।
মোদীকে আবারো প্রণাম নীতিশ কুমারের (Nitish Kumar)
এদিন দ্বারভাঙ্গায় এক জনসভায় একসঙ্গে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমার (Nitish Kumar)। ভরা মঞ্চে হঠাৎ করেই প্রবেশ করেন জেডিইউ নেতা। সটান হেঁটে যান প্রধানমন্ত্রীর দিকে। তারপরেই পায়ে হাত দিয়ে প্রণাম করতে যান তিনি। মোদী অবশ্য সঙ্গে সঙ্গে হাত ধরে ফেলেন বর্ষীয়ান নেতার। তারপর করমর্দন করেন।
CM Nitish Kumar and PM Narendra Modi – This time in Darbhanga, though pic.twitter.com/FTaAdFbYu0
— Arun Kumar (@ArunkrHt) November 13, 2024
আগেও প্রধানমন্ত্রীকে করেছেন প্রণাম: সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তে দেরি হয়নি। ফের শুরু হয়েছে হাসাহাসি, সমালোচনা। গত এপ্রিলেই বিহারের এক জনসভায় পাশাপাশি বসেছিলেন নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমার (Nitish Kumar)। সে সময় প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছিল তাঁকে। আবার জুনেও প্রধানমন্ত্রীকে প্রণাম ঠুকেছিলেন জেডিইউ নেতা।
আরো পড়ুন : হয়ে যান সতর্ক! টাকা দিয়ে কিনছেন “বিপজ্জনক রোগ”, পেপসি-নেসলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
কটাক্ষ করেছিলেন প্রশান্ত কিশোর: রাজনৈতিক মহলেও এ নিয়ে কম কটাক্ষ হয় না। ভোটগুরু প্রশান্ত কিশোর খোঁচা দিয়ে বলেছিলেন, তিনি অতীতে যখন নীতিশ কুমারের (Nitish Kumar) সঙ্গে কাজ করেছিলেন তখন মানুষটা অন্য রকম ছিলেন। বিক্রি হতে চাননি। কিন্তু এখন পরিস্থিতি অন্য রকম। রাজ্যের মানুষ সাধারণত সেই রাজ্যের প্রধানকে নিয়ে গর্বিত হয়। কিন্তু নীতিশ কুমার (Nitish Kumar) মোদীকে প্রণাম করে বিহারকে লজ্জিত করেছেন বলে মন্তব্য করেছিলেন প্রশান্ত কিশোর।
আরো পড়ুন : জি২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাবেন মোদী! সফরসূচিতে রয়েছে এই দেশগুলিও
কিন্তু দুজনের বয়সের পার্থক্য কত? জানলে অবাক হবেন, প্রধানমন্ত্রীর বয়স ৭৪ বছর, অন্যদিকে নীতিশ কুমার তাঁর থেকে মোটে এক বছরের ছোট। তাঁর বয়স ৭৩ বছর। অবশ্য জেডিইউ নেতা যে বেছে বেছে শুধু মোদীকেই প্রণাম করেন এমনটা কিন্তু নয়। সম্প্রতি বিজেপি নেতা আর কে সিং এর পা ছুঁয়েও প্রণাম করতে দেখা গিয়েছিল নীতিশ কুমারকে।