চক্ষুশূল মমতা! বাংলার মুখ্যমন্ত্রীকে INDIA জোটের কো-অর্ডিনেটর মানতে না পেরেই জোট ছাড়েন নীতীশ

বাংলা হান্ট ডেস্কঃ যেই ইন্ডিয়া জোট (INDIA Alliance) নিয়ে গত বছর থেকে এত শোরগোল, লোকসভার আগে সেই জোটেরই টালমাটাল অবস্থা। একেই আসন সমঝোতা নিয়ে হাজারো কাণ্ড। ওদিকে বিরোধী ‘মহা’ জোটকে জোর ধাক্কা দিয়ে ফের বিজেপিতে নাম লিখিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) তথা জেডিইউ নেতা নীতীশ কুমার (Nitish Kumar)। তবে সকলেরই বক্তব্য, কেন এমনটা করলেন নীতীশ কুমার? এবার এই নিয়ে সামনে আসছে অন্য সমীকরণ।

সূত্রের খবর, কো-অর্ডিনেটর হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম ভাবা হচ্ছে সেই কথা কানে আসতেই রাগে-অভিমানে জোট ছাড়বেন বলে সিদ্ধান্ত নিয়ে নেন নীতীশ কুমার। জানুয়ারির শেষে এসে জোটের সাথে সম্পর্ক শেষ করলেও মনে মনে সম্পর্ক চুকিয়ে নিয়েছিলেন চলতি বছরের একেবারে প্রথম দিকেই।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। অন্য সকলের উপস্থিত থাকলেও অন্য কর্মসূচী থাকার কারণে অনুপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই জোটের কোঅর্ডিনেটর হিসাবে মমতার নাম নিয়ে আলোচনা করার কথা বলেন রাহুল। আর তাতেই রেগে বোম জেডিইউ নেতা নীতীশ।

ইন্ডিয়া জোট সূত্রে খবর, পরে জোটের কনভেনার হিসাবে নীতীশের নাম প্রস্তাব করা হলেও রাজি হননি নেতা। তার বদলে লালুপ্রসাদ যাদবকেই পদ দেওয়ার কথা বলেন তিনি। ভিডিও কনফারেন্সে হওয়া সেই বৈঠক শেষ হওয়ার ১০ মিনিট আগেই বেরিয়ে যান নীতিশ। আর সেই সময় থেকেই কাটে তাল। তারপর থেকে জোটের সাথে বিহারের মুখ্যমন্ত্রীর বন্ধন ছিন্ন হয়ে যায়।

শোনা যায়, এর আগে যখন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করা হয়ে সেই নিয়েও গোসাঁ হয়েছিল নীতীশের। সেই নাম আবার প্রস্তাব করেছিলেন খোদ মমতা। যদিও পরে রাহুল গান্ধী (Rahul Gandhi) নীতিশকে ফোন করে সমস্তটা বুঝিয়ে বলেন। তবে আর শেষ রক্ষা হল না। মমতা ইস্যুতেই রাগ করে জোট ছেড়েছেন নীতিশ। এমনটাই জানা গিয়েছে।

65b362d585199 nitish kumar is not the first india bloc leader who has shown resentment over failed seat sharing ta 264419890 16x9

আরও পড়ুন: ‘আমি যদি BJP-তে চলে যাই, তাহলে…’, একি বললেন অভিষেক! তোলপাড়

প্রসঙ্গত, বিগত বেশ কিছুদিন ধরেই নীতীশের দল বদলের জল্পনায় উত্তাল ছিল জাতীয় রাজনীতি। অবশেষে সমস্ত কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে ২৮ ফেব্রুয়ারী মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন নীতিশ। সেই দিনই এনডিএতে ফিরে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর