“কিছুজনের আমার ওপর বিশ্বাস ছিল না….”, দুর্ধর্ষ সেঞ্চুরির পরেই সমালোচকদের কড়া জবাব দিলেন নীতীশ

বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্ট ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে সবাইকে চমকে দিয়েছেন নীতীশ রেড্ডি (Nitish Kumar Reddy)। তবে, এবার তিনি দিলেন বড় প্রতিক্রিয়া। নীতীশ স্পষ্ট জানিয়েছেন যে, কিছুজন তাঁর ক্ষমতায় বিশ্বাস করেনিনি। তবে, তিনি তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সবাইকে ভুল প্রমাণ করেছেন। নীতীশ রেড্ডির মতে, সবাইকে তিনি এটাই বলতে চান যে, ভারতীয় দলের জন্য নিজের ১০০ শতাংশ দেওয়ার জন্য তিনি সবসময় প্রস্তুত রয়েছেন।

সমালোচকদের কড়া জবাব দিলেন নীতীশ (Nitish Kumar Reddy):

প্রসঙ্গত উল্লেখ্য যে, নীতীশ রেড্ডি (Nitish Kumar Reddy) মেলবোর্ন টেস্ট ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। ১৭৬ বলে ১০ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে ১০৫ রান করেন তিনি। এমন পরিস্থিতিতে তিনি এখন পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে বিবেচিত হচ্ছেন যিনি অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে নীতীশ রেড্ডি দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন। পাশাপাশি এই সেঞ্চুরির পর নীতীশ রেড্ডি তুমুল প্রশংসিত হচ্ছেন।

 Nitish Kumar Reddy gave a strong reply to the critics.

“অনেকেই আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন”: মেলবোর্ন টেস্ট ম্যাচের চতুর্থ দিনের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময়ে, নীতীশ রেড্ডি (Nitish Kumar Reddy) তাঁর পারফরম্যান্সের প্রতিক্রিয়া জানিয়েছেন। সেখানে তিনি বলেন, “কিছুজন আমাকে নিয়ে সন্দেহ করছিলেন যে IPL-এ খেলা একজন তরুণ এত বড় সিরিজে পারফর্ম করতে পারবে না। আমি জানি কিছুজন আমার সাথে সেভাবে কথা বলেছেন।”

আরও পড়ুন: বাজারে ঝড় তুলবে Tata Motors! আসছে 2 টি দুর্দান্ত ইলেকট্রিক গাড়ি, একবার চার্জেই দৌড়বে 500 কিমি

এমতাবস্থায় তিনি (Nitish Kumar Reddy) বলেন, “আমি শুধু তাঁদের ভুল প্রমাণ করতে চাই যে তাঁরা আমার সম্পর্কে যা বলেছে তা সত্য নয়। আমি বলতে চাই যে আমি এখানে ভারতীয় দলের জন্য আমার ১০০ শতাংশ দিতে চাই। আমার মনে হয় আপনারা আমাকে এক বা দুই মাস ধরে দেখছেন কিন্তু আমার জন্য, আমি গত ২ বা ৩ বছরে ফিরে তাকাতে পারি।

আরও পড়ুন: বড় সিদ্ধান্ত Apple-এর! বাজার থেকে তুলে নেওয়া হল iPhone 14 সহ এই মডেলগুলি, অবাক করবে কারণ

নীতীশ (Nitish Kumar Reddy) আরও জানান যে, “আমি আমার বোলিং এবং ব্যাটিংয়ে তুমুল পরিশ্রম করেছি। IPL-এর পরে, আমি আমার ব্যাটিংয়ে কি ভুল ছিল তা জানতে পেরেছি এবং আমি সেটা নিয়ে কাজ করেছি। তাই, এখন আমি এর সুফল পাচ্ছি। আমি গত ২ থেকে ৩ বছর ধরে কঠোর পরিশ্রম করছি।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর