Bangla Hunt Desk: আর কিছুদিন পরই বিহার নির্বাচন (bihar election), প্রচার চলছে জোর কদমে। এই সময় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজশ্বী যাদব (tejashwi yadav) এক নির্বাচনী সভায় গিয়ে তোপ দাগলেন নীতীশ কুমারের দিকে। নীতীশ কুমারকে কটাক্ষ করে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, লালু জি মুক্তি পেলেই, নীতীশ জির বিদায় হবে।
বিহার নির্বাচন প্রসঙ্গে এক সভায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজশ্বী যাদব। সেখানে গিয়ে জনগণের উদ্দেশ্যে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, ‘লালু জি আগামী ৯ ই নভেম্বর জেল থেকে মুক্তি পাচ্ছেন। আবার ওই দিনই আমার জন্মদিন। লালু জি জেল থেকে মুক্তিলাভ করার পরদিনই, ১০ ই নভেম্বরই নীতীশ কুমারকে বিদায় জানানো হবে’।
ওই সভা থেকেই নীতীশ কুমারকে কটাক্ষ করে তেজশ্বী যাদব আরও বলেন, ‘লকডাউনের সময় জনগণের দুর্দশার সময় নীতীশ জি কোথায় ছিলেন? পড়াশুনার অবস্থা খারাপ, চাকরি নেই, হাসপাতালে কোন বেড নেই, ডাক্তার নেই, ওষুধ নেই তখন নীতীশ জি কোথায় ছিলেন? সরকারের দৃষ্টি কোথায় ছিল? ১৫ বছর ধরে ক্ষমতায় থাকার পরও তিনি বিহারের দরিদ্র মানুষদের সঙ্গে প্রতারণা করেছেন’।
তিনি আরও বলেন, বিহারে বন্যা প্রভাবিত অবস্থায় কেন্দ্র কিন্তু দেখতে আসেনি। বিহারের ১৮ টি জেলা জলের নীচে থাকলেও, কেন্দ্র থেকে কোন নেতা কিন্তু তখন সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দেখতে আসেনি।
প্রসঙ্গত জানিয়ে রাখি, আগামী ২৮ শে নভেম্বর হবে প্রথম পর্বের ভোট দান, দ্বিতীয় পর্বের ভোট দান প্রক্রিয়া সম্পন্ন হবে ৩ রা নভেম্বর এবং তৃতীয় পর্বের ভোটগ্রহণ হবে ৭ ই নভেম্বর। ভোটের ফলাফল বেরোবে ১০ ই নভেম্বর।