বাংলা হান্ট ডেস্কঃ ৪০০ পার তো দূর, চব্বিশের লোকসভা ভোটে ৩০০-ও পার করতে পারেনি BJP। তবে ২৯২টি আসন রয়েছে NDA-র ঝুলিতে। তাই শরিক দলদের সমর্থনে ফের একবার প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তৃতীয়বারের জন্য এদেশের পিএমের দায়িত্ব নিতে চলেছেন তিনি।
জোটে ভাঙনর যাবতীয় জল্পনায় জল ঢেলে শুক্রবার NDA-র বৈঠকে দেখা গেল নীতিশ কুমার (Nitish Kumar), চন্দ্রবাবু নায়ডুদের (Chandrababu Naidu)। মোদীর সারিতেই আসন রাখা হয়েছিল তাঁদের। উপস্থিত ছিলেন অজিত পাওয়ার, একনাথ শিন্ডেরাও। আজ সর্বসম্মতভাবে প্রধানমন্ত্রীর পদের জন্য নরেন্দ্র মোদীর নামে সায় দেন NDA-র শরিক দলের নেতারা।
সংসদের সেন্ট্রাল হলে এদিন NDA-র বৈঠক ডাকা হয়েছিল। সেখানে সমগ্র দেশের নবনির্বাচিত সাংসদরা উপস্থিত হয়েছিলেন। হাজির হন শরিক দলের শীর্ষ নেতারাও। সেই বৈঠকেই ফের একবার প্রধানমন্ত্রীর পদের জন্য নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেন রাজনাথ সিং। সেই নামে সায় দেন নীতিশ কুমার, চন্দ্রবাবু নায়ডুরা। সকলের সম্মতিতেই জোটের নেতা নির্বাচিত হন তিনি।
আরও পড়ুনঃ ‘কোনও জোটে নেই’! ভোট মিটতেই কংগ্রেসের ‘হাত’ ছাড়ল AAP, বিরাট ঘোষণা কেজরীওয়ালের দলের
জানা যাচ্ছে, আজ বিকেলেই BJP-র তরফ থেকে রাষ্ট্রপতির কাছে সরকার গড়ার দাবি জানানো হবে। আগামী রবিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শপথগ্রহণ করবেন মোদী। বিদায়ী সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী নিজে আজ একথা জানিয়েছেন।
এদিন আবার নরেন্দ্র মোদীর পা ছুঁতে দেখা যায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদী বিগত ১০ বছর ধরে এদেশের প্রধানমন্ত্রী এবং উনি আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাজ শুরু হয়ে যাক। আজই শপথ হয়ে গেলে ভালো হতো। আপনার নেতৃত্বে সবাই কাজ করব। আমরা সবাই ওনার সঙ্গে থাকব। ওনার কথা মেনে এগোবো’।
উল্লেখ্য, এর আগে দু’বার প্রধানমন্ত্রী হলেও, কখনও ‘মিলিজুলি সরকার’ চালাতে হয়নি মোদীকে। তবে এবার পরিস্থিতি আলাদা। এবার এমন দুই ‘বন্ধু’র ওপর BJP-কে বিশ্বাস করতে হচ্ছে, যারা আগে ‘বিশ্বাসভঙ্গ’ করেছেন। নীতিশ কুমার, চন্দ্রবাবু নায়ডুর যে নেতা হিসেবে মোদীকে বিশেষ পছন্দ নয়, সেই বিষয়ে কমবেশি অনেকেই জানেন। যদিও আজ সর্বসম্মতভাবে নেতা হিসেবে মোদীকে বেছে নিয়েছেন সকলে। আগামীদিনে কী হয় সেটাই এবার দেখার।