ভারতের হয়ে ৩ ম্যাচ খেলা তারকার ভাগ্য বদলে গেল! আচমকাই পেলেন অধিনায়কত্বের দায়িত্ব

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই বছর বিশ্বকাপ ও আরও একাধিক দ্বিপাক্ষিক সিরিজ থাকার কারণে খুবই ব্যস্ত সময়সূচীর মধ্যে দিয়ে যেতে হচ্ছে ভারতীয় দলকে। তাই প্রয়োজন পড়ছে রোটেশন পলিসির। সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামের সময় মাঠে নামছেন সাথে জুনিয়র খেলোয়াড়রা। অনেক ভারতীয় তারকাই এই সুযোগে ঘরোয়া ক্রিকেটে অংশ নিচ্ছেন। ঘরোয়া ক্রিকেটের অংশ হিসেবেই তিন বছরের খরা কাটিয়ে ২৪শে জুলাই থেকে আরম্ভ হতে চলেছে দেওধর ট্রফি টুর্নামেন্ট। করোনার কারণে ২০১৯ সালের পর থেকে এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি।

এই প্রতিবেদনে আমরা সেই সংক্রান্ত বিষয়ের পাশাপাশি যে ক্রিকেটারের নাম নিয়ে আলোচনা করতে চলেছে তিনি হলেন নীতিশ রানা। আইপিএলের ১৬ তম মরশুমে তিনি কেকেআর-এর অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন। খুব একটা সফল না হলেও তিনি এবার এই দেওধর ট্রফিতে উত্তরাঞ্চল দলের অধিনায়ক হিসাবে নিযুক্ত হয়েছেন। তার দলে আইপিএল খেলা অনেক খেলোয়াড়কে আবার একসঙ্গে খেলতে দেখা যাবে। তরুণ খেলোয়াড় অভিষেক শর্মা, উইকেটরক্ষক ব্যাটসম্যান প্রভসিমরন সিং এবং হর্ষিত রানাকেও এই দলে জায়গা দেওয়া হয়েছে।

৫০ ওভারের ফরম্যাটে আয়োজিত এই দেওধর ট্রফিতে উত্তরাঞ্চলের অধিনায়কত্ব পাওয়া নীতিশ রানার কাছে জাতীয় দলে ফিরে আসার একটি সুবর্ণ সুযোগ বলে অনেকে বর্ণনা করেছেন। ২৯ বছর বয়সী নীতিশ রানা ২০২১ সালে শ্রীলঙ্কা সফরে একটি ওডিআই এবং দুটি টি-টোয়েন্টি খেলেছেন, যেখানে তিনি টি-টোয়েন্টিতে মাত্র রান এবং একটিমাত্র ওডিআই ম্যাচে ৭ রান করেছেন।

nitish rana 202104183640

সকলেই যান যে ভারতীয় দলে সুযোগ পাওয়া তারকাদের খুব শীঘ্রই নিজেদের যোগ্যতায় প্রমাণ দিতে হয়। নয়তো অপেক্ষায় থাকা অন্যান্য ক্রিকেটাররা সেই সুযোগটি কাজে লাগিয়ে ভারতীয় দলে নিয়মিত হয়ে ওঠেন। নীতিশ রানার সঙ্গেও ঠিক একই ঘটনা ঘটেছে। তিনি সুযোগ কাজে লাগাতে না পেরে ভারতীয় দলের যোগ্যতা অর্জনের দূর থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন।

তবে গত আইপিএলে তার দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও তিনি নিজে ব্যাট হাতে ভালো ব্যাটিং বজায় রেখেছিলেন। এমন পরিস্থিতিতে, দেওধর ট্রফিতে নীতিশ যদি দুর্দান্ত পারফরম্যান্স দেখান, তবে এটি তার জন্য ভারতীয় দলে ফেরার একটা সুবর্ণ সুযোগ হতে পারে। এমনিতেই ভারতীয় দলের মিডল ওর্ডারে এই মুহূর্তে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত একাধিক তারকা ক্রিকেটারের চোটের কারণে। রানা এই সুযোগটি কাজে লাগাতে পারবে কিনা সেই দিকে লক্ষ্য থাকবে সকলের।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর