বাংলা হান্ট ডেস্ক: IPL-এর মেগা নিলাম শুরু হতেই পাল্টে যাচ্ছে সমস্ত হিসেব। শুধু তাই নয়, একাধিক খেলোয়াড় তাঁদের পুরনো দলের বদলে যোগ দিচ্ছেন নতুন দলে। সেই তালিকায় এবার নাম জুড়ল নীতিশ রানার (Nitish Rana)। KKR-এর সাথে দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদ ঘটল তাঁর। যার ফলে স্বাভাবিকভাবেই মন খারাপ অনুরাগীদেরও। প্রসঙ্গত উল্লেখ্য যে, নিলামে ইতিমধ্যেই রানাকে কিনেছে রাজস্থান রয়্যালস। যেখানে তাঁর দাম উঠেছে ৪.২০ কোটি টাকা। রানার বেস প্রাইস ছিল ১.৫০ কোটি টাকা। যদিও, মেগা নিলামে বিরাট ক্ষতির মুখে পড়েছেন রানা। তাঁর বেতন রীতিমতো অর্ধেক হয়ে গিয়েছে। এর আগে বেশ কয়েকবছর ধরে তিনি কলকাতা নাইট রাইডার্সের সদস্য ছিলেন। কিন্তু, কলকাতা এবার তাঁকে ছেড়ে দিয়েছে।
নীতীশ রানার (Nitish Rana) থেকে মুখ ফেরাল KKR:
জানিয়ে রাখি যে, ২০১৮ সাল থেকে নীতীশ রানা (Nitish Rana) কলকাতার অংশ ছিলেন। ২০২১ সাল পর্যন্ত, তাঁর বেতন ছিল ৩.৪০ কোটি টাকা। কিন্তু এরপর তা অনেকতাই বেড়ে যায়। ২০২৪ সাল পর্যন্ত ৮ কোটি টাকা বেতন পেতেন নীতীশ। এবারের মেগা নিলামে তিনি বিক্রি হয়েছেন মাত্র ৪.২০ কোটি টাকায়। তাই বেতনের দিক থেকে নীতীশের অনেকটাই ক্ষতি হয়েছে।
Aajse tum humaare RRana ji! pic.twitter.com/poGKwX4dG9
— Rajasthan Royals (@rajasthanroyals) November 25, 2024
রাজস্থান আর্চারের জন্য বিপুল টাকা খরচ করেছে: নীতীশ রানার (Nitish Rana) পাশাপাশি ওয়ানিন্দু হাসরাঙ্গা ও কুমার কার্তিকেয়াকেও কিনেছে রাজস্থান রয়্যালস। হাসরাঙ্গাকে ৫.২৫ কোটি টাকায় কেনা হয়েছে। যেখানে কার্তিককে তাঁর বেস প্রাইস ৩০ লক্ষ টাকায় কেনা হয়। তবে, জোফরা আর্চারের পেছনে অনেক টাকা খরচ করেছে রাজস্থান। আর্চারকে কেনা হয়েছে ১২.৫০ কোটি টাকায়। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। মহিসা থেকশান পেয়েছেন ৪.৪০ কোটি টাকা
রাজস্থান এই খেলোয়াড়দের ধরে রেখেছে: জানিয়ে রাখি যে, রাজস্থান সন্দীপ শর্মা, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসনকে ধরে রেখেছে। সঞ্জু ও যশস্বীর বেতন সবচেয়ে বেশি। দু’জনেই পাবেন ১৮ কোটি টাকা করে। এই দলের অধিনায়ক হলেন সঞ্জু স্যামসন।
আরও পড়ুন: IPL-এর মেগা নিলামের মাঝেই মিলল সবথেকে বড় উপহার! দুর্দান্ত সুখবর দিলেন জয় শাহ
তুষার দেশপান্ডের জন্যও টাকা খরচ হয়েছে: এদিকে, ফাস্ট বোলার তুষার দেশপান্ডেকেও কিনেছে রাজস্থান। যিনি খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। তুষারের বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। কিন্তু, রাজস্থান তাঁকে কিনেছে ৬ কোটি টাকায়। ঘরোয়া ক্রিকেটে তুষারের জমকালো পারফরম্যান্স দেখা গেছে।