বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে অচলাবস্থা অব্যাহত এরই মাঝে আর কিছুদিনের মধ্যেই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন। মহারাষ্ট্রে আশানুরূপ ফল করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি সরকার গঠনের আশাও শেষ হয়েছে বিজেপির তবে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ঝাঁপাতে চাইছে গেরুয়া বাহিনী। তাই বৃহস্পতিবার পঞ্চম তালিকা প্রকাশ করল বিজেপি। পঞ্চম তালিকায় আট জন প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া বাহিনী।
বাঁকুড়া বার গাঁও রামগড় দুমড়ে দুদু থেকে জামশেদপুর এবং গোমিয়ার আটজন প্রার্থী নির্বাচন করেছে বিজেপি। এর আগে চতুর্থ তালিকায় তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের নাম ঘোষণা করেছে তাই এখনও অবধি পঞ্চম তালিকা মিলিয়ে মোট ঊনআশি জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি।
তবে এ ভাবে ধাপে ধাপে প্রার্থীর নাম প্রকাশ করার পিছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল। 30 নভেম্বর থেকে শুরু হতে চলা পাঁচ দফার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপির 81 প্রার্থী দেওয়ার কথা। তাই তার আগে একেবারে ঠান্ডা মাথায় আঁটোসাটো ব্যবস্থা নিতে প্রস্তুত নিচ্ছে বিজেপি।
তবে একদিকে ঝাড়খণ্ডে বিজেপির জোট দল অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন যেহেতু প্রার্থী তালিকা প্রকাশ করেছে তা নিয়ে বিজেপি শিবিরে কিছুটা হলেও চিন্তার ভাঁজ রয়েছে তাই বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে গেরুয়া বাহিনী।