স্বস্তির খবর! এবার রাতে সহজ হবে NJP-কলকাতা জার্নি! চিঠি গেল রেলমন্ত্রীর কাছে, ট্রেন কি বাড়ছে ?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : উত্তরবঙ্গ (North Bengal) চিরকাল বাঙালির কাছে ঘুরতে যাওয়ার অন্যতম পছন্দের ডেস্টিনেশন। উত্তরবঙ্গের রানী দার্জিলিং তো বাঙালির কাছে ‘বাস্তবের সুইজারল্যান্ড।’ উত্তরবঙ্গ বিশেষত দার্জিলিং পৌঁছানোর জন্য প্রধান গেটওয়ে হিসেবে কাজ করেন নিউ জলপাইগুড়ি স্টেশন (New Jalpaiguri)। 

নিউ জলপাইগুড়ি (NJP) থেকে কলকাতা রাতে সফর

তবে দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি (NJP) হয়ে রাত্রে কলকাতা ফিরতে বা দার্জিলিং যেতে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় পর্যটকদের। দার্জিলিং বা উত্তরবঙ্গ যাওয়ার বা আসার জন্য অনেক যাত্রী নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত টিকিট কাটেন। ট্রেন ছাড়াও রয়েছে বিমান বা গাড়িতে পরিবহণের ব্যবস্থা।

npg vande bharat

তবে সমস্যা হল রাত হলে ট্রেনের সংখ্যা প্রায় তলানিতে এসে ঠেকে। রাত ৯ টার পর দেখা পাওয়া যায় না সরকারি বা বেসরকারি বাসের। তাই অনেক সময় রাত্রে যাত্রীদের সমস্যা হয় কলকাতা ফিরতে। রাত ৯ টার পর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে কলকাতার (Kolkata) সাথে নিউ জলপাইগুড়ির (NJP) যোগাযোগ।

আরোও পড়ুন : ঢেলে সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী, বিশেষ নজর স্বাস্থ্যে! বছর শেষেই নবান্নে বিরাট রদবদল

যাত্রীদের হয়রানি দূর করতে এবার রেলমন্ত্রীকে চিঠি দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রেলমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করলেন কলকাতা ও এনজেপির মধ্যে রাত ৯ টার পর রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করার। বিধায়ক শঙ্কর ঘোষ জানান, রাত হলেই কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে।

রাত নটার পর শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে ট্রেন, বাস, প্লেন কিছুই থাকে না। তাই রেলমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করছি রাত দশটার পর যাতে ট্রেন (Train) চালানো যায় সেই বিষয়ে বিবেচনা করতে। শংকর ঘোষ জানান বিষয়টি নিয়ে তিনি সহযোগিতা চেয়েছেন রাজু বিস্তা ও জয়ন্ত রায়েরও।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X