লাগবে না ৩০০ টাকাও! স্যাট করে চলে যান NJP টু দার্জিলিং! NBSTC নয়া উদ্যোগে লাফাচ্ছেন পর্যটকরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আর হাতেগোনা কয়েকটা দিন। তারপরই শুরু হয়ে যাবে নতুন বছর। বড়দিন, নিউ ইয়ার মিলিয়ে জমজমাট ছুটি কাটাতে প্রস্তুত আম বাঙালি। অনেকেই এই সময়টাতে পাড়ি জমান দার্জিলিংয়ে (Darjeeling)। সাধারণত নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে যেতে হয় দার্জিলিং (Darjeeling)।

NJP থেকে দার্জিলিং (Darjeeling) বিশেষ পরিষেবা 

বাস, টয়ট্রেন, প্রাইভেট কার সহ একাধিক উপায় রয়েছে নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থেকে দার্জিলিং যাওয়ার জন্য। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাইরে এলেই দেখা মেলে অজস্র গাড়ির। তবে গাড়ি চালকদের বিরুদ্ধে অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে বাড়তি ভাড়া নেওয়ার। এবার দার্জিলিংয়ের পর্যটকদের জন্য বড় উদ্যোগ নিল প্রশাসন।

North Bengal State Transport Corporation

NBSTC- এর উদ্যোগে এবার নিউ জলপাইগুড়ি থেকে চালানো হবে বিশেষ ট্যাক্সিবাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অধীনে এই ট্যাক্সিবাসগুলি চালানো হবে। ভাড়া নিয়ে দরদাম করার প্রয়োজন হবে না যাত্রীদের। নির্দিষ্ট ভাড়া ধার্য থাকবে পর্যটকদের জন্য। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ঝাঁ চকচকে এই ট্যাক্সিবাসে চড়ে পর্যটকেরা পৌঁছে যেতে পারবেন দার্জিলিং, মিরিক, কার্শিয়াংয়ে।

আরোও পড়ুন : বিপাকে জগদীপ ধনকড়! ‘পক্ষপাতদুষ্ট’ আচরণের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল ‘ইন্ডিয়া’ জোট

নতুন এই ট্যাক্সিবাস পরিষেবা শুরু হওয়ার সাথে সাথেই লক্ষ্য করা যাচ্ছে যাত্রীদের চাহিদা। পাশাপাশি বেশ কিছু দিন বন্ধ থাকার পর ফের একবার এনবিএসটিসি চালু করতে চলেছে এসি বাস পরিষেবা। শিলিগুড়ি–কলকাতা ও কোচবিহার–শিলিগুড়ি রুটে আগামী ১৫ই ডিসেম্বর থেকে এসি বাস পরিষেবা শুরু হবে। শিলিগুড়ি থেকে কলকাতা এবং কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত রুটে ৫টি এসি বাস পরিষেবা দেবে।

Darjeeling

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানান, ‘ আগামী ২৫ ডিসেম্বর থেকে ইংরেজি নতুন বছর–সহ গোটা জানুয়ারি মাসজুড়ে উত্তরবঙ্গে বেড়াতে আসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন। তাঁদের কথা মাথায় রেখেই ট্যাক্সি বাস পরিষেবা জোরদার করবার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কোচবিহার ও শিলিগুড়ি থেকে এসি বাস পরিষেবা ফের চালু করা হচ্ছে।’

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X