খাদের কিনারায় এই শিল্প, নেই বরাদ্দ! নির্মলার বিরুদ্ধে প্রচার শুরু সামাজিক মাধ্যমে

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের কার্যত খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা ভারতের ( india) পর্যটন ( tourism) শিল্পে কোনো রকম বরাদ্দই করলেন না নির্মলা সীতারমন ( nimala sitaraman) । ২০ লাখ কোটির আআত্মনির্ভর প্যাকেজে ঠাঁই তো হলই না দেশের জিডিপির ৯.২ শতাংশ জুড়ে থাকা এই শিল্পের, উল্টে প্রসঙ্গ উঠতেই ‘ঠিক হ্যায়’ বলে এড়িয়ে গেলেন অর্থমন্ত্রী। এই উদাসীনতার বিরুদ্ধেই শুরু হয়েছে হ্যাশট্যাগ প্রচার।

TH29NIRMALASITHARAMAN

 

যে কোনো দেশের পর্যটন একটা বড় শিল্প হিসাবেই বিবেচিত হয়। আমাদের দেশের মোট জনসংখ্যার ৮ শতাংশ এর বেশী মানুষ এই শিল্পের সাথে যুক্ত। মোট জিডিপির ৯.২ শতাংশ এই শিল্প থেকেই আসে। হিসেব বলছে, লকডাউনের ফলে এই বছর প্রায় ১ লক্ষ ৫০ হাজার কোটি টাকা ক্ষতির মুখ দেখবে এই শিল্প। একে টেনে তোলার জন্য সরকারের কাছে একাধিক প্রস্তাব জমা পড়লেও তাতে আগ্রহী হন নি অর্থমন্ত্রী।

তাই এবার উদাসীনতার শিকার হওয়া এই শিল্পের মানুষেরা সামাজিক মাধ্যমে প্রচার শুরু করেছেন। নির্মলার উত্তরে ‘#ঠিক নেহি হ্যায় – সেভ ইন্ডিয়ান টুরিজম ‘ নামে প্রচার করছেন তারা। ৩৪৭ জনের স্বাক্ষরিত একটি পিটিশনও জমা দেওয়া হয়েছে। আর্থিক সাহায্য, সহজ শর্তে ঋণ ও এই শিল্পে জড়িয়ে থাকা মানুষকে সাহায্যের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে কর ছাড়ের আবেদন ও।

প্রসঙ্গত, গত মঙ্গলবার করোনা মোকাবিলায় ২০ লাখ টাকার আর্থিক প্যাকেজ ঘোষনা করল নরেন্দ্র মোদি ।প্যাকেজে জমি, শ্রমিক, অর্থের যোগান ও আইন- সবকিছুর উপর জোর দেওয়া হয়েছে। আমাদের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের জন্যও। যা কয়েক কোটি মানুষের জীবিকা নির্বাহের আধার। এই প্যাকেজটি ভারতের GDP এর ১০%, এই প্যাকেজটি বিশেষ করে শ্রমিক এবং কৃষক ও মধ্যবিত্তদের জন্য।

সম্পর্কিত খবর