কাশ্মীরে কোনও বাঙালি মারা যায়নি: বিজেপি নেতা দিলীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্ক : গত আগস্ট মাস থেকে ক্রমশই উত্তপ্ত হচ্ছে কাশ্মীরের স্বাভাবিক পরিস্থিতি৷ বারবার উপত্যকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে পাকিস্তান এবং জঙ্গি অনুপ্রবেশ করিয়ে জঙ্গি হানা ঘটানোরও চেষ্টা করছে পাক সরকার৷ ইতিমধ্যেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বারবার ভারতকে লক্ষ্য করে গোলাগুলি ছুড়েছে পাকিস্তান৷ কিন্তু এরই মধ্যে মঙ্গলবার রাতে কাশ্মীরের কুলগাম এলাকায় 5 জন বাঙালি শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে৷ জানা গিয়েছে জঙ্গিদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন ওই শ্রমিকরা৷ কাজ করতে গিয়ে কাশ্মীরে এ ভাবে নৃশংস পরিণতির শিকার কেন হল? এই প্রশ্ন উঠছে, ঠিক সেই সময় বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷QT dilip ghosh

কাশ্মীরে কোনও বাঙালি মারা যায়নি৷ এমন মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ৷ বুধবার এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বিজেপি সভাপতি জানিয়েছেন, সেখানে কোনও বাঙালি মারা যায়নি যাঁরা মারা গিয়েছেন তাঁরা শ্রমিক, পাকিস্তানের মদতে উগ্রপন্থী কার্যকলাপে তাঁদের মৃত্যু হয়েছে৷ আমাদের সেনা ও সরকার কাজ করছে,আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে৷ উল্লেখ মঙ্গলবার রাতে কাশ্মীরের কুলগামের কাঁটার শুতে জঙ্গিদের গুলিতে নিহত হন পাঁচ বাঙালি শ্রমিক৷

আহত হয়েছেন এক শ্রমিক৷ মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ভূস্বর্গ সফরে গিয়েছেন আর্থিক সেই সময় এ ধরনের জঙ্গি কার্যকলাপ চড়াই নিন্দার ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে৷ জানা গিয়েছে কর্মরত ওই শ্রমিকরা মুর্শিদাবাদের বাসিন্দা তাই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে ছিলেন স্থানীয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরী৷ এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য কার্যত জল্পনা উস্কে দিয়েছে৷

সম্পর্কিত খবর