বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২-এ নিজের পারফরম্যান্স এবং গতির জন্য জম্বু-কাশ্মীরের পেসার উমরান মালিক ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। চলতি আইপিএলে তিনি একজন ভারতীয় বোলারের হিসাবে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বোলিং করেছিলেন। ফাইনালে লকি ফার্গুসন তার রেকর্ড না ভাঙলে তিনি আইপিএল ২০২২-এ সবচেয়ে দ্রুতগতির ডেলিভারির রেকর্ড গড়তেন। গতির পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদের এই পেসার চলতি মরশুমে প্রতিযোগিতার চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে উঠেছেন। মোট ১৪ টি ম্যাচ খেলে উমরান ১৪ বার ম্যাচের সবচেয়ে দ্রুতগতির ডেলিভারি করার পুরস্কারস্বরূপ ১৪ লক্ষ টাকা আয় করেছেন।
আইপিএল শেষ হওয়ার পর এবার জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের ভারতীয় দলে উমরান মালিককে বেছে নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের এই গতিদানব ২০২২ সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন। তবে সেইজন্য নয়, বরং নিয়মিত ১৫০কিমি প্রতি ঘন্টার বেশি গতিতে বল করার কারণেই তাকে দেখে সকলে মুগ্ধ হয়েছিল। এখন তিনি জাতীয় দলে সুযোগ পাওয়ায় আনন্দিত সকল ক্রিকেটপ্রেমীরা।
18-member #TeamIndia squad for the upcoming five-match Paytm T20I home series against South Africa.#INDvSA @Paytm pic.twitter.com/tK90uEcMov
— BCCI (@BCCI) May 22, 2022
এবার উমরান মালিককে নিয়ে মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক তেম্বা বাভুমা। তিনি বলেছেন “উমরান মালিক ভারতীয় দলের জন্য একটি দুর্দান্ত পেস বোলিং প্রসপেক্ট। এই আইপিএলটি ভারতীয় দলের জন্য লাভজনক প্রমাণিত হল, কারণ তারা বেশ কিছু নতুন দ্রুতগতির বোলারকে আইপিএলের মঞ্চ থেকে দেখে নিতে পেরেছেম। আমি মনে করি দক্ষিণ আফ্রিকায় আমরা ফাস্ট বোলারদের মুখোমুখি হয়ে বড় হয়েছি তবে কোনও ব্যাটারই নিয়মিতভাবে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বোলিং করতে সক্ষম, এমন বোলারের মোকাবেলা করতে পছন্দ করে না।”
তিনি আরও যোগ করে বলেছেন “আমাদের দলেও এমন পেসার আছে যারা ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করতে পারে। তাই আমাদের কাছেও ভারতের মতোই পেস অস্ত্র আছে। কিন্তু উমরান মালিক ভারতীয় দলের জন্য একজন বিশেষ প্রতিভা এবং আমি আশা করবো যে ভবিষ্যতে ও দেশের জার্সি গায়েও তার এবারের আইপিএলের পারফরম্যান্সকে অনুকরণ করতে পারবেন।”