‘রাজ্যে ভিতরেই ভিতরেই শিল্প হয়ে গেছে, কেউ বুঝতেই পারেনি’, বললেন মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : বাংলায় শিল্পের খরা নিয়ে তৃণমূলের (TMC) বিরুদ্ধে বারবারই তোপ দাগেন বিরোধীরা। এদিন তার জবাব দিলেন তৃণমূল দলনেত্রী। নেতাজি ইনডোর থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মসংস্থানের পরিসংখ্যান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার উৎকর্ষ বাংলার কর্মসূচিতে মমতা বলেন, ‘এমএসএমই সেক্টরে (MSME) ৯০ লক্ষ ক্ষুদ্র ইউনিট রয়েছে। সেখানে ১ কোটি ৩৬ লক্ষ লোক কাজ করেন (Employment)। লেদার ইন্ডাস্ট্রিতে (Industry) ৫ লক্ষ লোক কাজ করছে।’

এরই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ইউনিটগুলো ১০ লক্ষ স্কুলের ইউনিফর্ম তৈরি করেন। তখনই নেত্রীর ভুল সংশোধন করে দেন এক সরকারি আধিকারিক। তিনি মুখ্যমন্ত্রীকে জানান, ১০লক্ষ নয় বরং আড়াই কোটি স্কুল ড্রেস তৈরি করে এমএসএমই ইউনিটগুলি।

তারপরেই মমতা বলেন, ‘আড়াই কোটি স্কুল ড্রেস তৈরি করতে কত লোকের কর্মসংস্থান হয়? এতে মানুষের দারিদ্র দূরীকরণ হয়। এভাবে কর্মসংস্থান তৈরি হয়।’

এরপর মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ভিতরে ভিতরে শিল্প হয়ে গেছে কেউ বুঝতেই পারেনি। তার কারণটা কী? এখানে কিছু পলিটিক্যাল পার্টি আছে, আর কিছু মিডিয়া আছে, যারা কিছু একটা গণ্ডগোল হলেই সারাক্ষণ ইঁদুর কামড়েছে, ইঁদুর কামড়েছে বলে ঘুরে বেড়াচ্ছে।’

মমতা আরও জানান, ‘আমি যখন রেলমন্ত্রী ছিলাম, রোজ দেখাত রেলে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। এখন কী ঘুরে বেড়াচ্ছে আর দেখায়?’

মমতা দাবি করেন, বাংলায় যে পরিমাণ মানুষের কর্মসংস্থান হয়েছে তা নিয়ে আলোচনা না করে সরকারের বিরুদ্ধে সমালোচনা রটানো হচ্ছে। এতে বিরোধী দলগুলির সঙ্গে হাতে হাত মিলিয়েছে সংবাদমাধ্যমের একাংশও।

নেতাজি ইনডোরের মঞ্চ থেকে জলপাইগুড়ির রানিনগরে কোকাকোলার একটি কারখানা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ওই সংস্থার আধিকারিক জানান, ৬৬০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই কারখানার শ্রমশক্তির ৬৬ শতাংশই মহিলা।

উপস্থিত ছাত্রছাত্রী, বিভিন্ন আইটিআই ও পলিটেকনিকে প্রশিক্ষণ নেওয়া কর্মপ্রার্থীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাইরের রাজ্যে যাওয়ার কোনও দরকারই নেই। চাকরিই আপনাকে ডাকবে, শুধু খোঁজ রাখতে হবে একটু।’

Sudipto

সম্পর্কিত খবর