বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য-রাজনীতিতে এখন লাইমলাইটে যে নাম তা দিলীপ ঘোষ। রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষের (Dilip Ghosh) পদার্পণে রীতিমতো কালবৈশাখী ঝড় উঠেছে বিজেপির অন্দরে। বঙ্গ বিজেপির (BJP) শীর্ষ নেতাদের মধ্যে অনেকেই দিলীপের এই ‘মমতা স্তুতি’ ভালো চোখে নিচ্ছেন না। এরই মধ্যে এল বড় বার্তা।
দিলীপকে নিয়ে বার্তা দলের | Dilip Ghosh
বঙ্গ বিজেপি-র তরফে দিলীপ ঘোষকে নিয়ে সব স্তরের নেতাদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে। দিলীপ ঘোষ সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে সংযত থাকার নির্দেশ এসেছে। বলা হয়েছে আপাতত এই বিষয় এড়িয়ে যাওয়া সব থেকে ভাল। আর যদি প্রতিক্রিয়া দিতেই হয়, তাহলে শুধুমাত্র বলবেন, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অথবা রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য।
রবিবার এই বিষয়ে শমীক বলেন, “যে যাঁর মনের মতো লিখতে পারে না। দল যা করার সেটা করবে। বিজেপি সংঘবদ্ধভাবেই ২০২৬ সালে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরিয়ে দেবে। কয়েকটা ফেসবুকের পোস্ট দেখে আর যাঁরা জয় জগন্নাথ দেখে হাত তুলে নৃত্য করছেন, আর ভাবছেন বিজেপি অন্তর্কলহে দীর্ণ, তাঁরা সকলে ভুল করছে। একটু অপেক্ষা করুন। পরিস্থিতি বদলাবে।”
ভিডিও দেখুন: https://youtu.be/NdWkByXPVUM?si=fHojSxfKJQrxnQKW
শমীক বলেন, ‘যা হচ্ছে সেটা নিন্দনীয়। যে যত বড় নেতাই হোক না কেন, প্রত্যেকের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। দলের সিদ্ধান্তই চূড়ান্ত।” প্রসঙ্গত, কিছুদিন আগেই শোনা গিয়েছিল দিলীপের বিরুদ্ধে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন একাধিক রাজ্য নেতা। সেই সময় নাকি দিল্লি জানায়, দিলীপ ঘোষের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে দল।
আরও পড়ুন: রাজ্যপাল-শুভেন্দু ঘুরে এসেছেন! এতদিন কেন মুর্শিদাবাদ যাননি? নিজেই জানালেন মমতা
তবে কেন্দ্র নজর রাখলেও যাতে রাজ্যের কোনও নেতা এই নিয়ে মুখ না খোলেন সেই নির্দেশ দিয়েছিল শীর্ষ নেতৃত্ব, খবর সূত্রের। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বঙ্গ বিজেপির অন্যতম কান্ডারি সফল রাজ্য সভাপতির বিরুদ্ধে আপাতত কোনও পদক্ষেপ করতে চায় না কেন্দ্র। কারণ বিধানসভা নির্বাচনের আগে সংঘের পুরনো সদস্যকে নিয়ে কোনো পদক্ষেপ করলে তা বুমেরাং হতে পারে। বাংলার গেরুয়া শিবিরের জন্য বড়সড় ধাক্কা হতে পারে।