বাংলাহান্ট ডেস্ক : গতকালই নবম–দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে চার্জশিট জমা দিয়েছে সিবিআই (CBI)। জানা যাচ্ছে মোট ১২ জনের নাম রয়েছে সেখানে। অবাক করা বিষয় হলো সেখানে নাম নেই পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। এই চার্জশিট নিয়ে এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ– সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আজ, বুধবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপবাবু। সেখানেই তিনি তৃণমূলের সবায়েরই গ্রেফতার হওয়ার ভবিষ্যদ্বানী করেছেন।
তাঁর এই মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে। প্রশ্ন এখন একটাই, তাহলে কি এই দুর্নীতিতে আরও কোনও বড় মাথা জড়িয়ে রয়েছে? আর কারাই বা গ্রেফতার হতে পারেন?
নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্য, পর্ষদের একাধিক শীর্ষ আধিকারিকরা এখন সিবিআই–ইডির হেফাজতে। মঙ্গলবার আলিপুর আদালতে চার্জশিটও জমা দিয়েছে সিবিআই। নবম–দশম মামলায় চার্জশিটে রয়েছে ১২ জনের নাম রয়েছে। তবে এই চার্জশিটে নেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। অবশ্য সিবিআই তাঁকে গ্রেফতার করেছে এসএসসি গ্রুপ–সি মামলায়। তা সত্ত্বে ওই দুর্নীতি চলাকালীন যেহেতু তিনি মন্ত্রী ছিলেন তাই সবাই মনে করেছিলেন এই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম থাকা উচিত। শিক্ষক নিয়োগ মামলায় এটি সিবিআইয়ের প্রথম চার্জশিট।
কাদের নাম রয়েছে চার্জশিটে? সিবিআই যে চার্জশিট পেশ করেছে তাতে ১২ জনের নাম রয়েছে। এই তালিকায় নাম রয়েছে—কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, প্রসন্ন রায়, প্রদীপ সিং, ইমাম মোমিন, অশোক সাহা, পর্ণা বসু, সমরজিৎ আচার্য, জুঁই দাস, আজাদ আলি মির্জা এবং রোহিত কুমার ঝাঁ। তবে আগামী দিনে সাপ্লিমেন্টারি চার্জশিটে পার্থের নাম থাকতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। চার্জশিটে উল্লেখিত ১২ জনের মধ্যে ৬ জন এসএসসি’র সঙ্গে সরাসরি জড়িত। বাকি ৬ জন এসএসসি’র সঙ্গে জড়িত নন বলেও উল্লেখ করা হয়েছে সিবিআইয়-এর পক্ষ থেকে।
এই চার্জশিট পেশের বিষয়ে প্রশ্ন করা হলে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘এখনও অনেক কিছুই তো বাকি রয়েছে দেখার। অনেকেই গ্রেফতার হবেন। কেউ ছাড় পাবেন না। এই দুর্নীতিতে অনেক বড় বড় লোক যুক্ত আছে। পালিয়ে কেউ বাঁচতে পারবেন না।’
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!