বাংলাহান্ট ডেস্কঃ সমালোচনার শিকার হল দেশের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India)। বিভিন্ন সময়ে গ্রাহকদের জন্য নানারকম স্কিম নিয়ে এলেও, এবার নিজেদেরই এক কাজের জন্য সমালোচিত হল মুম্বইয়ের (mumbai) নেহরু নগর শাখার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
মুম্বইয়ের নেহরু নগর শাখা পূর্ব কুর্লা এলাকায় থাকা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শাখাটি মূলত মুসলিম অধ্যুষিত এলাকাতেই রয়েছে। আর সেখানেই তাঁরা এক বিজ্ঞপ্তি জারি করে, যেখানে হিন্দি, মরাঠি এবং ইংরেজিতে লেখা হয়- ‘বোরখা, স্কার্ফ ব্যাঙ্কের ভেতরে পড়া যাবে না’।
Mask ko likhna kyu bhool gaye?
Kurla East SBI Branch.
@TheVoiceOfKurla @jbcharitabletru @AllkurlaCom @KurlaCitizens @KurlaVoice @CMOMaharashtra @TheOfficialSBI pic.twitter.com/F88fbts9Sb— Bait Khan (@BaitKhan1) November 3, 2021
আর এই ধরনের বিজ্ঞপ্তি জারি করেই বিপাকে পড়েতে হয় ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। ব্যাঙ্কের ভেতরকার এই ছবি নেটমাধ্যমে ভাইরাল হতেই শুরু হল সমালোচনা। এমনকি গত ৩ রা নভেম্বর শেষমেশ এই বিজ্ঞপ্তি তুলে নিয়ে তাঁদেরও ক্ষমাও চেয়ে নিতে হয়।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, এই কাজের পেছনে ব্যাঙ্কের শাখার কোন উদ্দেশ্য নেই। শুধুমাত্র টাকা তোলা ও অন্যান্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখার জন্যই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পাশাপাশি এই ছবি নেটমাধ্যমে কিভাবে ছড়িয়ে পড়ে তা নিয়েও প্রশ্ন তুলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
प्रिय ग्राहक, असुविधा के लिए हमें खेद है। स्थिति से संबन्धित अधिकारियों को अवगत कराया जा रहा है। कृपया ध्यान दें कि सुरक्षा कारणों से शाखा परिसर में फोटोग्राफी/ वीडियोग्राफी प्रतिबंधित है। इनके गलत इस्तेमाल पर आप भी भागीदार माने जाएंगे। अतः, हमारी आपको सलाह है कि आप (1/2)
— State Bank of India (@TheOfficialSBI) November 3, 2021
শীঘ্রই ওই ছবি স্যোশাল মিডিয়া থেকে তুলে নেওয়ার আবেদন জানিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বলে, এইভাবে ব্যাঙ্কের ভেতরকার ছবি বা ভিডিও তোলা নিষিদ্ধ। যদি ব্যাঙ্কের ভেতরকার কোন ছবি নিয়ে কোন অপরাধ মূলক কাজ করা হয়, তাহলে যিনি ছবি তুলেছিলেন তিনিও সেই কাজের সঙ্গে জড়িয়ে পড়বেন।