সুশান্ত মামলায় হবে না সিবিআই তদন্ত, রায় সুপ্রিম কোর্টের

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যু মামলায় সিবিআই তদন্ত হবে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (supreme court)। সুশান্ত মামলায় অলকা প্রিয়ার সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিল প্রধান বিচারপতি এস এ বোবদের ডিভিশন বেঞ্চ। বেঞ্চের তরফে জানানো হয়, মুম্বই পুলিস ইতিমধ‍্যেই এই মামলায় তদন্ত শুরু করে দিয়েছে।
অপরদিকে সুশান্তের পরিবার পটনায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার পরপরই সিবিআই তদন্তের দাবি নিয়ে নড়েচড়ে বসেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। বুধবার বিকেলে মুম্বই পুলিসের উচ্চ পদস্থ আধিকারিক এবং প্রশাসনের কর্তা ব‍্যক্তিদের সঙ্গে বৈঠক করেন অনিল দেশমুখ। কিন্তু কয়েক ঘন্টা বৈঠকের পর তিনি সাফ জানিয়ে দেন এই মামলায় সিবিআই তদন্তের প্রয়োজন নেই।

sushant singh rajput 1
সুশান্ত মৃত‍্যু মামলার তদন্ত পটনা থেকে মুম্বইতে স্থানান্তরিত করার দাবি করেন রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে। পাল্টা অভিনেতার পরিবারও দাখিল করে ক‍্যাভিয়েট। সুশান্তের পরিবারের আইনজীবী ইতিমধ‍্যেই অভিযোগ করেছেন তলে তলে মুম্বই পুলিসের তরফে কেউ সাহায‍্য করে চলেছেন রিয়াকে।
পাটনায় এফআইআর দায়ের হওয়ার পরেই সুপ্রিম কোর্টে রিয়া পিটিশন দাখিল করেন পাটনা থেকে এই মামলার তদন্ত মুম্বইতে স্থানান্তরিত করা হোক। মুম্বই পুলিসের কেউ সাহায‍্য না করলে এমনটা করতে পারতেন না রিয়া বলে দাবি করেন বিকাশ সিং।
প্রসঙ্গত, মঙ্গলবার পটনার রাজীব নগর থানায় রিয়ার অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা। ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬, ৫০৬ এবং ৩০৬ ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। একাধিক গুরুতর অভিযোগ এনে ছয় পাতার একটি এফআইআর দায়ের হয়েছে রিয়া এবং তাঁর পরিবারের বিরুদ্ধে।


Niranjana Nag

সম্পর্কিত খবর