হবে না কনভেনশন, অনুমতি দিয়েও শেষ মুহূর্তে বাতিল, আরজিকর নির্যাতিতার নিজের কলেজেই ‘আজব’ সাফাই অধ্যক্ষের

বাংলাহান্ট ডেস্ক : সময়ের সঙ্গে সঙ্গে অতি বড় ঘটনার উপরেও স্মৃতির প্রলেপ পড়তে থাকে। আরজিকর কাণ্ডেও আগের থেকে লক্ষণীয় ভাবে কমেছে প্রতিবাদের আওয়াজ। তবুও জুনিয়র ডাক্তারদের অনশনের জেরে এখনো চর্চায় রয়েছে আরজিকর (RG Kar) ইস্যু। এই পাশবিক ঘটনার দ্রুত বিচার হোক, এমনটাই দাবি সকলের। এদিকে কল্যাণী মেডিকেল কলেজে বাতিল হল কনভেনশনের অনুমতি। উল্লেখ্য, এটিই আরজিকর (RG Kar) নির্যাতিতার নিজের কলেজ।

আরজিকর (RG Kar) কাণ্ডের বিচারে কনভেনশনের অনুমতি বাতিল

কল্যাণী মেডিকেলের রেসিডেন্ট ডক্টর্সের উদ্যোগে গণ কনভেনশনের আয়োজন করা হয় অডিটোরিয়াম হলে। আরজিকর (RG Kar) নির্যাতিতার বিচারের দাবি কনভেনশনের অনুমতি প্রথমে দেওয়া হলেও পরে তা বাতিল করে দেওয়া হল অধ্যক্ষের তরফে। কলেজের অডিটোরিয়ামে কনভেনশনের অনুমতি দেওয়া হলেও শেষ মুহূর্তে তা বাতিল করে দেওয়া হল। কী কারণে বাতিল করা হল অনুমতি?

আরো পড়ুন : মিলেছিল ‘ডাইনি’ তকমা, ৪ বছর পর সুশান্ত মামলায় স্বস্তি রিয়ার! কোথায় দাঁড়িয়ে CBI তদন্ত?

কেন বাতিল হল অনুমতি

প্রাকৃতিক দুর্যোগের ‘দোহাই’ দিয়ে বাতিল করে দেওয়া হয়েছে অডিটোরিয়ামে কনভেনশনের অনুমতি। ‘ডানা’ ঘূর্ণিঝড়ের কারণে বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহারে নিয়ন্ত্রণ করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাতে কারোর মৃত্যু না হয় তার জন্য এসি, লাইটের মতো বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। কনভেনশন বাতিল করার নেপথ্যে এমনি অদ্ভূত কারণ দেখিয়েছেন কল্যাণী মেডিকেল কলেজের অধ্যক্ষ।

আরো পড়ুন : ‘উড়ো’ ফোনে চাঞ্চল্যকর দাবি! তাঁর জীবন কাহিনিই আজ কামাচ্ছে কোটি টাকা! ‘বহুরূপী’র অনুপ্রেরণা পেলেন কীভাবে শিবপ্রসাদ?

অন্যত্র হচ্ছে অনুষ্ঠান

উল্লেখ্য, কনভেনশনের আয়োজকরা আগামীকাল কল্যাণীতেই অন্য এক জায়গায় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন। সেখানে একই সময়ে আরজিকর (RG Kar) নির্যাতিতার স্মরণে অনুষ্ঠান করা হবে বলে জানা গিয়েছে।

RG Kar

প্রথমে অনুমতি দিয়েও শেষ মুহূর্তে বাতিল করায় তীব্র প্রতিবাদের মুখে পড়তে হয়েছে কল্যাণী মেডিকেল কলেজের অধ্যক্ষকে। জুনিয়র ডাক্তার এবং রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন প্রতিবাদে সোচ্চার হয়েছে। তবে অধ্যক্ষের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি এখনো।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর