Jio-র এই প্ল্যানে মিলবে No Daily Limit! রয়েছে একগুচ্ছ সুবিধাও, দাম মাত্র এত টাকা

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে (India) সবথেকে বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে বিবেচিত হয় Reliance Jio। বিগত কয়েকবছরে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে এই সংস্থা। শুধু তাই নয়, সময়ের সাথে পাল্লা দিয়ে এবং গ্রাহকদের চাহিদার ওপর ভর করে একের পর এক দুর্দান্ত রিচার্জ প্ল্যান সামনে এনেছে Reliance Jio। যেগুলি প্রত্যক্ষভাবে আকৃষ্ট করে গ্রাহকদের।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, একদম কম দামের প্ল্যান থেকে শুরু করে অ্যানুয়েল প্ল্যান, এমনকি ডেটার ক্ষেত্রেও একাধিক আকর্ষণীয় প্ল্যান গ্রাহকদের জন্য উপলব্ধ করেছে এই সংস্থা। এমতাবস্থায়, গ্রাহকেরা তাঁদের পছন্দ অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরির প্ল্যান বেছে নিতে পারেন। বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে Jio-র এমন একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাবো যেটিতে গ্রাহকেরা Daily Data Limit-এর ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন।

No Daily Limit will be available in this plan of Reliance Jio

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Reliance Jio-র এমন একাধিক প্ল্যান রয়েছে যেগুলিতে Daily Data Limit উপলব্ধ থাকে। কিন্তু সেগুলির মধ্যে এমন একটি প্ল্যান রয়েছে, যেখানে গ্রাহকেরা তাঁদের ইচ্ছামতো এবং প্রয়োজন অনুযায়ী ডেটা ব্যবহার করতে পারবেন। এমতাবস্থায়, চলুন জেনে নিই এই দুর্দান্ত প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুন: ১৬০ কিমি বেগে ছুটছে বন্দে ভারত! আচমকাই লাল হল সিগন্যাল, তারপরে যা ঘটল….

মূলত, Reliance Jio-র ২৯৬ টাকার রিচার্জ প্ল্যানে কোনো Daily Data Limit নেই। পাশাপাশি, এই প্ল্যানটিতে গ্রাহকেরা পাবেন ৩০ দিনের ভ্যালিডিটি। যেটিতে কোম্পানির তরফে উপলব্ধ করা হয় ২৫ GB ডেটা। ব্যবহারকারীরা তাঁদের পছন্দ অনুযায়ী এই ডেটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে ৩০ দিন ধরে এই ডেটা ব্যবহার করতে পারেন অথবা কেউ চাইলে এক দিনেই পুরো ডেটা শেষ করে ফেলতে পারবেন।

আরও পড়ুন: WhatsApp-কে টেক্কা! ঝড় তুলতে আসছে দেশীয় মেসেজিং অ্যাপ Samvad, গ্রিন সিগন্যাল দিল DRDO

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই প্ল্যানে Daily Data Limit-এর বাধা ছাড়াও মেলে একাধিক সুবিধা। যার মধ্যে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি SMS-এর সুবিধা। এর পাশাপাশি এই সস্তার রিচার্জ প্ল্যানে গ্রাহকেরা পেয়ে যাবেন Jio TV, টিভি Jio Cinema এবং Jio Cloud-এর অতিরিক্ত সুবিধাও।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর