“BCCI টিকিটের ব্যবস্থা করেনি!” বিশ্বকাপ নিয়ে বিস্ফোরক আপডেট দিলেন জয় শাহ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাঝে আর মাত্র দুই মাস। তারপর এই ভারতের মাটিতে আরম্ভ হবে ওডিআই বিশ্বকাপ (2023 ODI World Cup)। ১২ বছর পর এই মেগা টুর্নামেন্ট আয়োজন করছে বিসিসিআই (BCCI)। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে আগ্রহের উত্তাপ এখন থেকেই টের পাওয়া যাচ্ছে। এই টুর্নামেন্টকে নিখুঁত করে তোলার জন্য বিসিসিআই কোনও চেষ্টার কমতি রাখছে না। ইতিমধ্যেই নানান রকম বিশেষ ঘোষণা করা হয়ে গিয়েছে। তারই মধ্যে এবার বোমা ফাটালেন জয় শাহ (Jay Shah)।

ভারতীয় ক্রিকেট সমর্থকরা অনেকেই প্রশ্ন করেছেন যে বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি, অথচ টিকিট নিয়ে এখনও কোনও আপডেট কেন নেই! কবে থেকে কোনও নির্দিষ্ট ম্যাচের টিকিট কাটতে পারবেন সমর্থকরা। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে একটি বড় আপডেট দিয়েছেন বিসিসিআই সচিব।

Jay Shah,BCCI,Indian Cricket Team,2023 ODI World Cup,Match Ticket,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

 

জয় শাহ এই প্রসঙ্গে বলেছেন, “আমাদের কাছে বিশ্বকাপের জন্য ই-টিকিটের ব্যবস্থা নেই। কিন্তু বিশ্বকাপ কিন্তু আমরা খেলার এক সপ্তাহ আগে ৭ বা ৮টি স্পটে ফিজিক্যাল টিকিট সংগ্রহের ব্যবস্থা করবো। ই-টিকিটের ব্যবস্থা করা, বিশেষত বড় স্টেডিয়ামগুলির ক্ষেত্রে খুব কঠিন হবে।”

ইতিমধ্যেই বিসিসিআই আরও একটি উদ্যোগ নিয়েছে যা নিঃসন্দেহে সাধুবাদ জানানোর মতো। জয় শাহ-রা চেষ্টা করছেন যাতে আসন্ন বিশ্বকাপে ম্যাচ দেখতে আসা দর্শকদের জন্য বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া যায়। এই জাতীয় বড় ইভেন্ট চলাকালীন স্টেডিয়ামে জলের দাম নিয়ে বেশ কিছু জায়গায় এর আগে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। সুরক্ষার কারণে বাইরে থেকে নিজ নিজ জলের বোতল নিয়েও ঢুকতে পারেন না দর্শকরা। তাই এই উদ্যোগ যদি শেষ পর্যন্ত সত্যি সম্ভব হয় তাহলে দর্শকরা অত্যন্ত খুশি হবেন।