UPI লেনদেন বিনামূল্যে থাকবে, সরকার কোনো চার্জ বসাচ্ছে না ; ঘোষণা অর্থ মন্ত্রকের

বাংলাহান্ট ডেস্ক : সরকার UPI পরিষেবার উপর কোন চার্জ বসানোর ভাবনা চিন্তা করছে না, অর্থ মন্ত্রক আজ এই কথা স্পষ্ট করেছে। মন্ত্রক বলেছে যে খরচ পুনরুদ্ধারের জন্য UPI পরিষেবা প্রদানকারীদের অন্য উপায় বার করতে হবে। একটি ট্যুইট বার্তায় উল্লেখ করা হয়েছে যে, UPI হল একটি ডিজিটাল মাধ্যমে প্রাপ্ত পণ্য। এটি জনসাধারণের জন্য প্রচুর সুবিধা এবং দেশীয় অর্থনীতির জন্য বিরাট ভূমিকা গ্রহণ করে।

অর্থ মন্ত্রক একটি টুইট করে জানিয়েছে, “ UPI পরিষেবাগুলির জন্য কোনও চার্জ ধার্য করার সরকারের কোনও ভাবনা নেই৷ খরচ তোলা নিয়ে UPI পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির যে উদ্বেগ আছে, তা অন্য কোনও উপায়ের মাধ্যমে কাটাতে হবে। সরকার গত বছর ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছিল এবং এই বছরও একইভাবে ঘোষণা করেছে যে ডিজিটাল পেমেন্ট  গ্রহণে উৎসাহিত করতে এবং পেমেন্ট প্ল্যাটফর্মের প্রচার  অর্থনৈতিক বিকাশে সাহায্য করবে ।”

UPI payment app can make you poor

2022-23 সালের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, “আগের বাজেটে ঘোষিত ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের জন্য আর্থিক সহায়তা 2022-23 অব্যাহত থাকবে। এটি ডিজিটাল পেমেন্টর ক্ষেত্রে আমজনতাকে উৎসাহিত করবে। RuPay ডেবিট কার্ড এবং UPI লেনদেনের প্রতি চার্জের প্রতিদানের জন্য সরকার 200 কোটি টাকা বরাদ্দ করেছে। 2021-22 সালে এর জন্য 1,500 কোটি টাকা বাজেট ধরা হয়েছিল। সব মিলিয়ে, ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের প্রচারের জন্য চলতি বছরেও একই আর্থিক সহায়তার বন্দোবস্ত করা হয়েছে বলেই জানা গিয়েছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর