গরমের ছুটি কাটিয়ে কবে খুলবে স্কুল? দিনক্ষণ জানাল শিক্ষা দফতর? পড়ুয়াদের জন্য বড় খবর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ চৈত্র থেকেই হুড়মুড়িয়ে বাড়ছিল তাপমাত্রা। রাজ্যের নানান জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। সেখান থেকে পড়ুয়াদের বাঁচাতে গরমের ছুটি (Summer Vacation) এগিয়ে আনার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত ৩ এপ্রিল নবান্ন থেকে ঘোষণা করেন, ৩০ এপ্রিল থেকে রাজ্যের সরকারি, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে (School) গরমের ছুটি শুরু হবে। সেই ছুটি কাটিয়ে ফের কবে খুলবে স্কুল? এখন দেখা দিয়েছে এই প্রশ্ন।

গরমের ছুটি (Summer Vacation) শেষ হবে কবে?

সরকারি ক্যালেন্ডার অনুসারে, চলতি বছর ১২ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল, স্কুল খোলার কথা ছিল ওই মাসেরই ২৩ তারিখ। তবে দাবদাহ গরমের দিকে নজর রেখে ‘সামার ভ্যাকেশন’ এগিয়ে আনেন মুখ্যমন্ত্রী। যদিও স্কুল কবে খুলবে সেটা জানাননি তিনি। পরের দিনই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, আবহাওয়ার দিকে নজর রেখে স্কুল কবে খুলবে সেটা তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে।

এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় এক মাস। ঝড়বৃষ্টির জেরে গরমের দাপটও অনেকটা কম। তবে এখনও গরমের ছুটি শেষে স্কুল কবে খুলবে সেটা ঘোষণা করেনি শিক্ষা দফতর (School Education Department), জারি করা হয়নি কোনও নির্দেশিকা। ফলে এই নিয়ে চিন্তায় পড়েছে শিক্ষক ও পড়ুয়াদের একাংশ।

আরও পড়ুনঃ অল্প সময়েই পৌঁছনো যাবে কলকাতা! এবার নতুন রুটে চলবে ট্রেন! বিরাট নির্দেশ হাইকোর্টের

শিক্ষকদের (School Teacher) একটি অংশের কথায়, বেশ কয়েক দফায় ঝড়বৃষ্টির পর এখন আবহাওয়া অনেকটাই সহনীয়। তাহলে গরমের ছুটি কেন এগিয়ে আনা হচ্ছে? এর জেরে ছাত্রছাত্রীদের ক্ষতি হবে। বিশেষত আগামী বছর যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন, তাঁরা অনেকটাই চাপে। নয়া নিয়ম অনুযায়ী, তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে তাঁদের মূল্যায়ন হবে। আগামী সেপ্টেম্বরে তৃতীয় সেমিস্টার হওয়ার কথা। তবে এখনও বাংলা পাঠ্যপুস্তক হাতে আসেনি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে অনেককে পড়তে হচ্ছে। ইংরেজি বইয়ের কিছু নতুন অংশের ক্ষেত্রেও একই কাজ করতে হচ্ছে শিক্ষার্থীদের। এর মধ্যেই অনির্দিষ্টকালের জন্য গরমের ছুটি পড়ে গিয়েছে। সংসদ অবশ্য জানিয়েছে, বই ছাপার কাজ চলছে। সেই সঙ্গেই গরমের ছুটির মধ্যেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করতেও বলা হয়েছে।

West Bengal school Summer Vacation 2025 update

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ‘ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করছে, বিদ্যালয় কবে খুলবে? আমাদের কাছে এর কোনও জবাব নেই। শিক্ষা দফতর বিদ্যালয় নিয়ে যে মনোভাব দেখাচ্ছে, তাতে সরকারি বিদ্যালয়গুলি আরও বেশি রুগ্ন হয়ে পড়ছে। এইভাবে চলতে থাকলে সরকারি স্কুল পড়ুয়া হারাবে। একে বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নেই। এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য ছুটি। কোনও ক্লাসেই শিক্ষকরা পাঠ্যক্রম শেষ করাতে পারছেন না। অনেক পড়ুয়াই বেসরকারি বিদ্যালয়ে চলে যেতে চাইছে’।

উল্লেখ্য, তীব্র গরম থেকে ছাত্রছাত্রীদের রেহাই দিতে ‘সামার ভ্যাকেশন’ (Summer Vacation) এগিয়ে এনেছে রাজ্য। তবে গত কয়েকদিনে কয়েক দফায় বৃষ্টি হতেই তাপমাত্রা খানিকটা কমেছে। ভ্যাপসা, অস্বস্তিকর গরম অনেকটা কম। আবহাওয়ার এই গতিপ্রকৃতির দিকে নজর রেখে স্কুল কবে খুলবে সেই বিষয়ে কোনও ঘোষণা করা হয় কিনা সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X