বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি সময়ে দুর্গাপুজোর সময় বাংলাদেশের (bangladesh) যে হিংসাত্মক ঘটনা ঘটিয়ে পড়েছিল, সে বিষয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন (Dr AK Abdul Momen)। এক বিবৃতি জারি করে তিনি জানান, ‘এই হিংসার সময়ে একজনও ধর্ষিতা হননি এবং কোন হিন্দু মন্দির ভেঙে দেওয়া হয়নি’।
আব্দুল মোমেন বলেন, ‘দুর্গা পুজোর মন্ডপে কোরান রাখায় ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। উনি মাদকাসক্ত ছিলেন। প্রতিটি মানুষের ধর্মীয় ভাবাবেগ নিয়ে অত্যন্ত দায়িত্ববান বাংলাদেশ সরকার। যদি কেউ কারো ধর্মীয় ভাবাভেবে আঘাত করেন, তাহলে সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হবে না’।
"Contrary to all ongoing propaganda, only 6 people died during recent violence of which 4 were Muslims, killed during encounters with law enforcing authorities & 2 were Hindus," reads a statement of Bangladesh Foreign Minister Dr AK Abdul Momen on recent violence incidents pic.twitter.com/pPqQlGZwt2
— ANI (@ANI) October 29, 2021
বাংলাদেশের এই হিংসার ঘটনা যতটা না হয়েছে, তার থেকে স্যোশাল মিডিয়ায় বেশি বেশি করে হিংসা ছড়ানো হয়েছে বলে দাবি করেন বিদেশমন্ত্রী আব্দুল মোমেন। তিনি বলেন, ‘বাংলাদেশের এই হিংসার ঘটনায় যে ৬ জন ব্যক্তি মারা গিয়েছেন, জানা গিয়েছে তাঁদের মধ্যে ৪ জনই মুসলমান সম্প্রদায়ভুক্ত এবং ২ জন হিন্দু মারা গিয়েছেন নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষের ফলে। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে, সংবাদ মাধ্যমে ভুয়ো খবর ছড়াচ্ছে’।
তিনি আরও বলেন, ‘এই হিংসার ঘটনায় কোন হিন্দু মন্দির ভাঙা হয়নি। তবে দেবতা মূর্তি ভাঙচুর করা হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ২০ টি ঘর পুড়ে গেছে, যার মধ্যে কিছু ইতিমধ্যেই মেরামত করা হচ্ছে এবং বাকিগুলোর জন্য ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আর ইতিমধ্যেই অভিযুক্তদের হাজতে রাখা হয়েছে। তবে গুজব ছড়ানো ব্যক্তিদের উদ্দেশ্যে বলব- এই দেশের সম্প্রীতি ও ধর্মীয় মেলবন্ধন অটুট রাখতে বাংলাদেশ সরকার বদ্ধ পরিকর’।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার