স্বাধীনতা দিবসে নেই কোনও ছুটি! ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম নজীর বিহীন সিদ্ধান্ত যোগীর

বাংলাহান্ট ডেস্ক : ১৫ ই আগস্ট (Independence Day) থাকবে না কোন সরকারি ছুটি। অন্যান্য দিনের মতোই খোলা থাকবে সরকারি দপ্তর,স্কুল -কলেজ। ভারতের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে প্রথমবারের জন্য হতে চলেছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। গত ৭৫ বছরে এই প্রথম এমন নির্দেশিকা জারি করেছে উত্তরপ্রদেশের যোগী সরকার। নির্দেশিকায় আদেশ দেওয়া হয়েছে আগামী ১৫ই আগস্ট সরকারি দপ্তর ও স্কুল কলেজে উপস্থিত থাকতে হবে সকল কর্মী, শিক্ষা কর্মী ও পড়ুয়াদের। যে স্বাধীনতা দিবসে স্বাভাবিকভাবে ছুটি পেতে অভ্যস্ত সাধারণ মানুষ সেখানে হঠাৎ কেন এইরকম নোটিশ?

কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আগামী ১৫ই আগস্ট ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে পালিত হবে ‘আজাদি কা অমৃত মহাৎসব’। উত্তরপ্রদেশের প্রতিটি জেলায় বিশেষ ভাবে এই দিনটি উদযাপনে উদ্যোগী যোগী সরকার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, অন্যান্য বারের মতো সরকারি অফিস বা স্কুল-কলেজের শুধুমাত্র পতাকা উত্তোলন বা সামান্য অনুষ্ঠান করলে চলবে না। প্রত্যেককে উপস্থিত থাকতে হবে নিজ নিজ অফিসে। একসাথে মিলে মহাসমারোহে উদযাপন করতে হবে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস।

   

উত্তরপ্রদেশের মুখ্যসচিব ডি এস মিশ্র জানিয়েছেন, “স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ সাফাই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবার সাধারণত দীপাবলীর সময় এই উদ্যোগ নেওয়া হলেও এই বছর থেকে এটিকে জাতীয় কর্মসূচিতে পরিণত করাই হবে লক্ষ্য। যেসব এলাকার স্বাধীনতা সংগ্রামীদের সাথে যোগ ছিল সেই সব জায়গায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সারা সপ্তাহ জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের কাছে এটিকে মহোৎসবে পরিণত করতে হবে।”

উত্তরপ্রদেশের মুখ্য সচিব আরো জানিয়েছেন, “স্বেচ্ছাসেবী সংগঠন, এনসিসির পাশাপাশি সাধারণ মানুষকে অংশগ্রহণ করতে হবে অনুষ্ঠানে। সেই উদ্দেশ্যেই সরকারি দপ্তর, স্কুল- কলেজ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা ভারতের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এই প্রথমবার।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর