আপনি দিল্লি, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর যেখানেই যান না কেন রাস্তার ট্রাফিক যেকোনো মুহূর্তেই খারাপ হয়ে যেতে পারে। আর ট্রাফিক জ্যামে পড়া মাত্রই গাড়ির চালকরা বিনা কারনে হর্ন বাজানো শুরু করে দেন। কিন্তু এবার বিনা কারনে ট্রাফিক জ্যামে হর্ন বাজানো মুম্বাইনিবাসীদের জন্য আর সহজ হবে না।
মুম্বাই পুলিশ সম্প্রতি তাদের রাস্তার সমস্ত সিগন্যালে একটি করে ডেসিবেল মিটার বসানো শুরু করছে। এই ডেসিবেল মিটার সিগন্যালে দাড়িয়ে থাকা সমস্ত গাড়ির হর্নের ফলে হওয়া আওয়াজের উপর কাজ করবে। এই মিটারে ৮৫ ডেসিবেলের মাত্রা নির্ধারণ করা হয়েছে। যদি আপনার গাড়ির হর্নের আওয়াজ ৮৫ ডেসিবেলের বেশি হয়, তাহলে আপনার সিগন্যালে ওয়েটিং টাইম ৯০ সেকেন্ড বেড়ে যাবে।
এই উদ্যোগটি আওয়াজের মাত্রা ৮৫ ডেসিবেলে কমে যাওয়া অবধি চালানো হবে। জানিয়ে রাখি, মুম্বাই পুলিশ এই কাজটি আপাতত ডেসিবেল মিটারের টেস্টিংয়ের জন্য করছেন। ইতিমধ্যেই, সোশ্যাল মিডিয়াতে এই কাজের জন্য মানুষের কাছ থেকে ভাল প্রতিক্রিয়া পাওয়া শুরু হয়েছে। এছাড়াও কিছু লোক বেশি ডেসিবেল মাত্রায় হর্ন বাজালে জরিমানা নেওয়া উচিত এই দাবিও জানিয়েছেন।
পাশাপাশি, মুম্বাই পুলিশের এই কাজে অনুপ্রানিত হয়ে বাঙ্গালোর পুলিশের কমিশনর ভাস্কর রাও তার শহরেও এই নিয়ম চালু করার কথা প্রেসকে জানিয়েছেন।