সরকারি হাসপাতালে বেড না পেলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান, সরকার খরচ বহন করবেঃ যোগী আদিত্যনাথ

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন যে, কোনও বেসরকারি হাসপাতাল করোনার রোগীদের ফিরিয়ে দিতে পারবে না। তিনি জানান, যদি সরকারি হাসপাতালে বেড না পাওয়া যায়, তাহলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান। সরকার সমস্ত খরচ বহন করবে। তিনি জানান, রোগীদের তৎক্ষণাৎ চিকিৎসা উপলব্ধ করানোর দায়িত্ব সব হাসপাতালের।

uttar pradesh yogi aditynath

উনি জানান, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৫ হাজার ৬১৪ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। আর ২৫ হাজার ৬৩৩ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। তিনি জানান, রাজ্যে এখনও পর্যন্ত ৭.৭৭ লক্ষ মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন।

তিনি জানান, ১৮ বছরের ঊর্ধ্বদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছি আমরাই প্রথম। ১ মে থেকে এই টিকাকরণ অভিযান শুরু হবে। আর এই টিকাকরণ অভিযানে ভারত সরকারের সমস্ত দিশা-নির্দেশ পালন করার জন্য সমস্ত প্রস্তুতি নিতে হবে। এছাড়াও রাজ্যে চলা টিকাকরণ অভিযানের জন্য তিনি ১ কোটি ভ্যাকসিনের অর্ডার দিয়েছেন বলে জানান।

তিনি জানান বেসরকারি অথবা সরকারি হাসপাতালে কেউ করোনা রোগীদের চিকিৎসা করা থেকে নিষেধ করতে পারবে না। নিয়ম অনুযায়ী। সরকার বেসরকারি হাসপাতালের সমস্ত খরচ বহন করবে। কিন্তু সময়ের মধ্যেই চিকিৎসা শুরু করাতে হবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর