বাংলা হান্ট নিউজ ডেস্ক: স্মৃতি, হরমনপ্রীত, ঝুলন-রা খারাপ পারফরম্যান্স করেননি বিশ্বকাপে। কিন্তু দলগত ব্যর্থতার জেরে মহিলা বিশ্বকাপের সেরা একাদশে জায়গা হল না একজন ভারতীয় ক্রিকেটারেরও। কিন্তু আশ্চর্যজনক ভাবে বিশ্বকাপ অভিষেকেই টুর্নামেন্টের সেরা দলে জায়গা করে নিলেন একজন বাংলাদেশের তারকা। দলে আছেন অস্ট্রেলিয়ার চারজন, দক্ষিণ আফ্রিকার তিনজন, ইংল্যান্ডের দু’জন এবং ওয়েস্ট ইন্ডিজের একজন। দেখে নিন, এবারের মহিলা বিশ্বকাপের সেরা একাদশ দেখে নিন এক ঝলকে।
ওপেনার হিসাবে দলে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ট। সদ্যসমাপ্ত মহিলা বিশ্বকাপে মোট পাঁচটি অর্ধশতরান করেছেন তিনি। তার সঙ্গী হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। অস্ট্রেলিয়ার তারকা এবারের মহিলা বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন। ফাইনালে শতরান করে ম্যাচের তো বটেই টুর্নামেন্টেরও সেরা হয়েছেন। মিডল অর্ডারের শুরুতে রয়েছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং। যিনি গোটা টুর্নামেন্টে অজিদের দুর্দান্ত নেতৃত্ব দেওয়ার পাশাপাশি করেছেন ৩৯৪ রান। সেইসঙ্গে দলকে বিশ্বকাপ জিতিয়েছেন। তার পরে নামবেন অজিদের সহ অধিনায়ক র্যাচেল হেইন্স। ব্যাট হাতে মোট ৪৯৭ রান করেছেন তিনি।
লোয়ার মিডল অর্ডারের দায়িত্বে থাকবেন ন্যাট স্কিভার, যিনি ফাইনালে ও সেমিফাইনালে শতরান করেছেন। যদিও তার অপরাজিত ১৪৮ রান ইংল্যান্ডকে ফাইনাল জেতাতে পারেনি। এবারের বিশ্বকাপে মোট ৪৩৬ রান করেছেন এই ব্রিটিশ তনয়া এবং সেইসঙ্গে নিয়েছেন চারটি উইকেট। এরপর শুধুমাত্র ফিল্ডিংয়ের কারণেই প্রথম একাদশে রাখা হয়েছে অজি তারকা বেথ মুনি-কে। মোট ৯ টি ম্যাচে সাতটি ক্যাচ নিয়েছেন তিনি। দুর্ধর্ষ ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ৩৩০ রান করেছেন মুনি। এরপর রয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার হেইলি ম্যাথিউস, যিনি বিশ্বকাপে মোট ২৬০ রান করার পাশাপাশি নিয়েছেন ১০টি উইকেট। যদিও দল তার সুনাম অনুযায়ী খেলতে পারেনি।
এরপরে রয়েছেন প্রটিয়া তারকা মারিজান কাপ। নতুন এবং পুরনো বল হাতে বোলিং করে দক্ষিণ আফ্রিকার হয়ে মোট ১২ টি উইকেট নিয়েছেন তিনি এবং করেছেন ২০৩ রান। তারপর রয়েছেন এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সোফি এক্সেলেস্টোন। টুর্নামেন্টে মোট ২১ টি উইকেট নিয়েছেন বিশ্বের এক নম্বর বোলার। তার ইকোনমি রেট ছিল মাত্র ৩.৮৩। তার সঙ্গী হবেন তার স্বদেশীয় শাবনিম ইসমাইল যিনি বিশ্বকাপে মোট ১৪ টি উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার। এরপর দ্বাদশ ব্যক্তি হিসাবে জায়গা পেয়েছেন বাংলাদেশের সালমা খাতুন। বিশ্বকাপে সালমার অফস্পিনের রহস্য ভেদ করতে সমস্যায় পড়েছেন তারকা ব্যাটাররাও। এবারের বিশ্বকাপে মোট ১০ টি উইকেট নিয়েছেন তিনি, যাদের মধ্যে রয়েছেন ল্যানিং, হেইন্স, হিলি, হিথার নাইটের মতো বড় বড় নাম।