বাংলাহান্ট ডেস্ক : আজকাল অনেকেই চাইছেন ব্যবসা (Business) করে নিজের ক্যারিয়ার তৈরি করতে। তবে ব্যবসা শুরু করার কথা মনে আসলেই প্রথমে আমাদের চিন্তায় ফেলে মূলধনের বিষয়টি। অনেকেরই ধারণা মোটা টাকার বিনিয়োগ ছাড়া ব্যবসা শুরু করা সম্ভব নয়। তবে আজকের প্রতিবেদনে আমরা এমন একটি বিজনেস আইডিয়া সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যেখানে এক টাকাও বিনিয়োগ করতে হবে না।
বিনিয়োগ ছাড়া ব্যবসা (Business)
উপরন্তু এই ব্যবসা (Business) থেকে রোজগার (Income )করবেন মোটা টাকা। এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে খুলে ফেলতে হবে একটি Thrift Store। Thrift Store এমন জায়গা যেখানে পুরনো জামা, কাপড় বা আসবাব পাওয়া যায়। মূলত এটি স্বেচ্ছাসেবার জন্যই খোলা হয়ে থাকে। অনেকের বাড়িতেই পুরনো জামা, কাপড় বা আসবাব পড়ে থাকে। সেই জিনিসপত্র বিক্রি করার ব্যবসাই এটি।
আমাদের অনেকের বাড়ির স্টোর রুমে পড়ে থাকে পুরনো জিনিস। জামা কাপড় থেকে শুরু করে, আসবাব পত্র, টিভি, সাউন্ড সিস্টেম ইত্যাদি। অনেকেই রয়েছেন নতুন পণ্য কেনার পর, এই ধরনের পুরনো পণ্যগুলি স্টোর রুমে রেখে দেন। বর্তমান বাজারে বেশ মোটা টাকায় বিক্রি হচ্ছে সেকেন্ড হ্যান্ড পণ্য। অনেকেই সেকেন্ড হ্যান্ড দুই চাকা বা চার চাকার গাড়ি কিনছেন। এই ধরনের জিনিসপত্রের সন্ধানে অনেকেই তাই যান Thrift Store।
আরোও পড়ুন : বাড়ি ফিরেই ‘দিদি’র সঙ্গে দেখা! মঙ্গলেই বৈঠক মমতা-অনুব্রতর! কোথায় জানেন?
এই ব্যবসায় (Business) নামার আগে আপনাদের খুব ভালো করে স্টাডি করে নিতে হবে। অনলাইনে এই ধরনের প্রশিক্ষণমূলক বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন। যাদের কাছ থেকে আপনারা এই ধরনের জিনিস নেবেন তাদের ভালো করে বোঝাতে হবে আগে। পুরনো পণ্য বিক্রি করে যে লাভ হবে তার থেকে কিছু পরিমাণ কমিশন দিতে হবে সেই ব্যক্তিকে যার থেকে আপনি পুরোনো পণ্য নিয়ে আসছেন।
আপনারা চাইলে বাড়িতে বসেও মূলধন (Investment) ছাড়াও এই ব্যবসা (Business) শুরু করতে পারেন। সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরনের ব্যবসা করা আরও সহজ হয়ে গেছে। অনলাইন মাধ্যম ব্যবহার করে আপনারা এই ধরনের পুরনো পণ্য বিক্রির বিজ্ঞাপন দিতে পারেন। এছাড়াও ফেসবুকে রয়েছে এই ধরনের পণ্য বিক্রির বিভিন্ন গ্রুপ। সেখানেও আপনি আপনার পণ্যের পোস্ট করে ব্যবসা সম্প্রসারিত করতে পারেন।