দুসংবাদ রেলযাত্রীদের জন্যঃ স্টেশনে আর বিনামূল্যে পাওয়া যাবে না গুগলের ফ্রি ইন্টারনেট পরিষেবা

বাংলাহান্ট ডেস্কঃ রেলওয়ে স্টেশনে আর বিনেমূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে গুগল। সোমবার সরকারি ভাবে গুগল জানাল এই কথা। প্রসঙ্গত,  ভারতের 400 টিরও বেশি রেল স্টেশনগুলিতে ফ্রি ওয়াই-ফাই এবং বিশ্বের বেশ কয়েকটি অতিরিক্ত পকেটে “হাজার হাজার” অন্যান্য পাবলিক প্লেসে গুগল বিনামূল্যে ইন্টারনেট পুরিষেবা দিয়ে থাকে।

গুগল জানাচ্ছে যে,  ২০১৫ সালে চালু হওয়া এই প্রোগ্রামটি লক্ষ লক্ষ ব্যবহারকারীকে ইন্টারনেট চালাতে সহায়তা করেছে – অনেকের মধ্যে প্রথম – এবং তারা যে পরিমাণ ডেটা ব্যবহার করেছে তা নিয়ে চিন্তিত নয়। তবে ভারত সহ বেশ কয়েকটি বাজারে মোবাইলের দাম কমার কারণে গুগল স্টেশন আর প্রয়োজনীয় ছিল না, তাই গুগলের পক্ষ থেকে এবার এই প্রোগ্রামটি এবার বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত ছাড়াও ইন্দোনেশিয়া, মেক্সিকো, থাইল্যান্ড, নাইজেরিয়া, ফিলিপাইন, ব্রাজিল এবং ভিয়েতনামে গুগল এই পরিষেবা দিয়ে থাকে।

unnamed 1 2

রেলটেল 5,600 এরও বেশি রেল স্টেশনগুলিতে Wi-Fi সরবরাহ করে এবং কয়েক বছর ধরে নিজস্ব সফ্টওয়্যার স্ট্যাক সরবরাহের সক্ষমতা বিকাশ করেছে।গুগল একমাত্র টেক জায়ান্ট নয় যা ব্যবহারকারীদের বিকাশমান বাজারে বিনামূল্যে ইন্টারনেট সরবরাহ করতে কাজ করেছে। ইন্টারনেট ডটকমের ফেসবুকের উত্তরসূরি – ভারতে নেট নিরপেক্ষতা বিধিমালা লঙ্ঘনের জন্য যে প্রোগ্রামটি নিষিদ্ধ করা হয়েছিল ।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন অঞ্চলের একটা বিরাট জনসংখ্যার মানুষ গুগলের এই ফ্রি ইন্টারনেট সার্ভিস নিয়ে থাকে। ব্যবহারকারীর মোবাইল নম্বর দিলেই তার স্মার্ট ফোনে চলে আসে একটি OTP (one time password) যা সাবমিট করলেই যে কোনো ব্যভারকারী গুগলের এই পরিষেবা গ্রহণ করতে পারবে।

সম্পর্কিত খবর