বিদ্যুতের বিল কমাতে ব্যবহার করুন এই কয়টি গ্যাজেট, বেঁচে যাবে সংসারের অনেক টাকা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে মুদ্রাস্ফীতির যুগে পাল্লা দিয়ে বাড়ছে সবকিছুর দাম। এমতাবস্থায়, অনেক সময়ে বাড়ির বিদ্যুতের বিলের পরিমানও মাঝে মাঝে মাত্রা ছাড়িয়ে যায়। তবে, ক্রমশ বাড়তে থাকা বিলের জন্য অধিকাংশ সময়েই বিদ্যুৎ কোম্পানি বা মিটারের দোষ থাকেনা। বরং আপনি চাইলে নিজেই কমিয়ে ফেলতে পারেন বাড়ির ইলেকট্রিক বিলের পরিমান।

বর্তমান প্রতিবেদনে আমরা সেই নিয়েই আলোচনা করবো। সাধারণত আমাদের বাড়িতে এমন কিছু বৈদ্যুতিক গ্যাজেট থাকে যেগুলি আপনার অজান্তেই প্রচুর বিদ্যুৎ খরচ করে ফেলে। আর যার প্রত্যক্ষ প্রভাব পড়ে বাড়ির বিদ্যুতের বিলে। এমনকি, ওইসব গ্যাজেটের ব্যবহার কমিয়ে আপনি আপনার বাড়ির ইলেকট্রিক বিল প্রায় ৩ গুণ কমিয়ে ফেলতে পারেন।

আপনি যদি আপনার বাড়িতে পুরনো বাল্ব ব্যবহার করেন, তাহলে প্রথমেই সেগুলো পরিবর্তন করুন। কারণ, এই বাল্বগুলো দ্রুতহারে বিদ্যুতের বিল বাড়িয়ে দেয়। তাই, স্বাভাবিকভাবেই এগুলির ব্যবহার বন্ধ করে আপনি বিদ্যুতের খরচ কমাতে পারেন। তবে, ওই বাল্বগুলির পরিবর্তে আপনি LED বাল্ব ব্যবহার করা শুরু করতে পারেন। LED বাল্বগুলি আপনাকে বিদ্যুতের খরচ কমিয়ে বড় অঙ্কের বিল থেকে মুক্তি দেবে।

পাশাপাশি, এই মুহূর্তে শীতের মরশুম চলছে। স্বাভাবিকভাবেই এখন অনেকেই বাড়িতে হিটার ব্যবহার করছেন। তবে, আপনি যদি উচ্চ ক্ষমতার হিটার ব্যবহার করেন তবে অবিলম্বে তা সরিয়ে ফেলুন। যেহেতু, উচ্চ ক্ষমতার হিটারগুলি প্রচুর বিদ্যুৎ খরচ করে এবং এর সরাসরি প্রভাব বিলে দেখা যায়, তাই হিটারের পরিবর্তে ব্লোয়ার ব্যবহার করা অনেক সস্তার উপায় হিসেবে পরিগণিত হয়। ব্লোয়ার কম বিদ্যুৎ খরচ করার পাশাপাশি অনেক নিরাপদও।

71D3bz0MGBL. SL1500

এছাড়াও, শীতের আবহে এখনও অনেক বাড়িতেই পুরনো ধাঁচের গিজার জল গরম করার জন্য ব্যবহৃত হয়। তবে, মনে রাখবেন যে, এই গিজারগুলি সরাসরি আপনার পকেটে টান ফেলবে। তাই, বর্তমানের আধুনিক যুগে পুরনো ধাঁচের গিজারের পরিবর্তে একাধিক উন্নত গিজার পাওয়া যাচ্ছে। সেগুলির মধ্যেই আপনার পছন্দ মত একটি বাড়িতে নিয়ে আসুন। তবে, নতুন গিজারে 5 স্টার রেটিং থাকলে অবশ্যই ভালো হয়। কারণ, এগুলি তুলনামূলক ভাবে অনেক কম বিদ্যুৎ খরচ করে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর