‘পঞ্চায়েত ভোটে গাজোয়ারি চলবে না’ দলীয় নেতা-কর্মীদের হুঁশিয়ারি অভিষেকের

বাংলাহান্ট ডেস্ক : নতুন তৃণমূল (TMC) আসছে। ৬ মাসের মধ্যেই আসছে তৃণমূল ঠিক মানুষ যেমন চায়। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই পোরস্টার কিছু দিন আগেই দেখা গিয়েছিল শহর কলকাতায়। আর এদিন সম্পূর্ণ অন্য রূপে ধরা দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

গাজোয়ারি করে পঞ্চায়েত ভোটে জেতা যাবে না। এভাবেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নির্দেশ দিলেন। জেলার সাংগঠনকে আরও তৎপর হওয়ার বিধান দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার ক্যামাক স্ট্রিটের অফিসে পরপর এই দুই জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক। বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নেতাদের মতামত জানতে চান। তাঁদের বক্তব্য শোনার পর পরিস্কার জানিয়ে দেন, কোনওভাবেই পঞ্চায়েত নির্বাচনে গাজোয়ারি করা যাবে না। আসন্ন নির্বাচনে লড়তে হবে সাংগঠনিক শক্তির ওপর ভিত্তি করেই। পঞ্চায়েত ভোটে কোনওরকম বিশৃঙ্খলা দল বরদাস্ত করবে না। ঐক্যবদ্ধ হয়ে মানুষের মন জয় করতে হবে। মানুষের পাশে থেকে তাদের পক্ষে থেকে কাজ করতে হবে। এমনই একাধিক নির্দেশ দিলেন অভিষেক।

21abhishek

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকারি পরিষেবা সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া গিয়েছে, সেই বিষয়গুলির উপরও একেবারে নিচুতলায় প্রচারে জোর দেওয়ার কথা বলেন তিনি।

আগামী কয়েক দিনের মধ্যেই এই জেলাগুলির ব্লক কমিটি ঘোষিত হবে। তার আগে সেই বিষয়ে জেলার সভাপতি এবং বিধায়কদের কোনও প্রস্তাব আছে কিনা, তাও জানতে চান অভিষেক। সেই বিষয়ে বিধায়ক ও সভাপতিরা নিজেদের মতামতও জানান।

পঞ্চায়েত নির্বাচনে টিকিট বন্টন নিয়েও তৃণমূলের লক্ষ্য স্পষ্ট করেই বলেছেন অভিষেক। তিনি জানিয়ে দেন বিধায়ক বা জেলা স্তরের কোনও নেতার কাছের লোক হলেই টিকিট মিলবে না। প্রয়োজনে খুব বেশি হলে নাম সুপারিশ করা যেতে পারে। শীর্ষ নেতৃত্ব সে বিষয়ে আলোচনা করে তারপর টিকিট দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ব্লক কমিটি ঘোষণা হয়ে গেলে ১৫ দিন অন্তর তাদের সঙ্গে বৈঠক করতে হবে বলেও নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর