বাংলা হান্ট ডেস্কঃ তিন দফায় ১২২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। প্রথম দফায় ৫৭ দ্বিতীয় দফায় দু’জন এবং তৃতীয় দফায় ৬৩। আজ তৃতীয় এবং চতুর্থ দফার নির্বাচনের জন্য ৬৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। আজকের বিজেপির তালিকায় বেশ চমক দেখা গিয়েছে। আজকে বিজেপির একাধিক সাংসদকে বিধানসভার টিকিট দেওয়া হয়েছে। যাদের মধ্যে অন্যতম হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় এই মন্ত্রীকে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে।
বলে রাখি, টালিগঞ্জ কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁড়ানোরও জল্পনা রয়েছে। আর সেই কারণেই হয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী দিয়েছে বিজেপি। এছাড়াও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে দিনহাটার প্রার্থী করা হয়েছে।
বিজেপির প্রথম ৫৭ জন প্রার্থীর মধ্যে একজনও তারকা প্রার্থী ছিলেন না। তবে আজকের ৬৩ জন প্রার্থীর মধ্যে একাধিক তারকা প্রার্থীকে সুযোগ করে দেওয়া হয়েছে। এর আগে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে খড়গপুর সদর থেকে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। আর আজ টলিউডের আরও এক খ্যাতনামা অভিনেতা যশ দাশগুপ্তাকে চণ্ডীপুর আসন থেকে সুযোগ দেওয়া হয়েছে।
এছাড়াও অভিনেত্রী পায়েল সরকারকে বেহালা পূর্ব। অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে শ্যামপুকুর। অভিনেত্রী অঞ্জনা বসু সোনারপুর সাউথ থেকে টিকিট দেওয়া হয়েছে। এবং মমতা সরকারের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ওনার পুরনো আসন হাওড়ার ডোমজুড় থেকেই প্রার্থী করা হয়েছে। এবং সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্য যিনি সিঙ্গুরের মাস্টার মশাই বলে পরিচিত, ওনাকে সিঙ্গুর থেকে টিকিট দেওয়া হয়েছে।
কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল বিজেপির ১২২ জনের প্রার্থী তালিকায় এখনও পর্যন্ত কোনও মুসলিম প্রার্থীর নাম নেই। যেহেতু এখনও পর্যন্ত বিজেপির ২৯৩ টি আসনের সম্পূর্ণ তালিকা প্রকাশ পায়নি, সেহেতু বলা যাচ্ছে না যে বিজেপি কোনও মুসলিমকে প্রার্থী করবে কি না। তবে এখনও পর্যন্ত বিজেপির প্রার্থী লিস্ট অনুযায়ী গেরুয়া শিবির উত্তর প্রদেশের মডেল আপন করেছে। কারণ ২০১৭ এর উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি একটিও মুসলিম প্রার্থী না দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল।
বলে রাখি, শাসক দল তৃণমূলও এবার মুসলিম প্রার্থীর সংখ্যা কমিয়েছে। এবার তৃণমূলের তরফ থেকে মাত্র ৪২ জন মুসলিমকে প্রার্থী করা হয়েছে। যেটা গতবারের বিধানসভা নির্বাচনের থেকে বেশ কম।