বাংলা হান্ট ডেস্কঃ এদেশের নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নথি হল রেশন কার্ড (Ration Card)। প্রত্যেক মাসে রেশন দোকানে গিয়ে এই কার্ড দেখানোর পরেই রেশন (Ration) সামগ্রী পাওয়া যায়। সেই সঙ্গেই আরও বেশ কিছু কাজে এর ব্যবহার হয়। তবে এবার থেকে আর রেশন তোলার জন্য এই কার্ডের দরকার পড়বে না। আগামী বছর থেকেই বড় বদল আসতে চলেছে বলে খবর।
চাল-গম পাওয়ার জন্য আর লাগবে না রেশন কার্ড (Ration Card)!
এদেশের বহু পরিবার দু’বেলা দু’মুঠো খাবারের জন্য রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল। সেখান থেকে যে সামগ্রী পাওয়া যায় তা দিয়ে সংসার চলে অনেকের। প্রত্যেক মাসে দেখা যায়, রেশন কার্ড হাতে রেশন দোকানের বাইরে দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ। তবে জানা যাচ্ছে, এবার থেকে রেশন তোলার জন্য আর কার্ড নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নেই। অ্যাপ ব্যবহার করেই হবে সব কাজ।
প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের রোজনামচার জীবনে একাধিক বদল এসেছে। এবার রেশন কার্ডের (Ration Card) প্রয়োজনীয়তাও যেন আস্তে আস্তে ফুরোচ্ছে। নয়া অ্যাপের মাধ্যমেই সব কাজ করা যাবে। এদেশের আর্থিকভাবে দুর্বল মানুষদের সুবিধার্থে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। তার মধ্যে এটি অন্যতম।
আরও পড়ুনঃ ২ কংগ্রেস নেতার খুন! সিপিএমের প্রাক্তন বিধায়ক সহ ১৪ জনকে দোষী সাব্যস্ত করল আদালত
রিপোর্ট বলছে, কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে ‘মেরা রেশন ২.০’ নামের একটি অ্যাপ চালু করা হয়েছে। সেটি যদি গ্রাহকের মোবাইলে থাকে, তাহলে রেশন কার্ড ছাড়াও রেশন তোলা যাবে। সরকারের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের ব্যাপক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। রেশন তোলার জন্য প্রত্যেকবার রেশন কার্ড সঙ্গে রাখার প্রয়োজনীয়তা দূর হবে। মোবাইল ফোনে এই অ্যাপটি থাকলেই কাজ হয়ে যাবে।
মোবাইলের গুগল প্লে স্টোর থেকে সহজেই ‘মেরা রেশন ২.০’ অ্যাপ (Mera Ration 2.0 App) ডাউনলোড করে নেওয়া যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর ‘বেনিফিশিয়ারি ইউজার’ অপশনে ক্লিক করতে হবে বলে খবর। এরপর ক্যাপচা, আধার নম্বর টাইপ করে জমা দিয়ে দিতে হবে।
জানা যাচ্ছে, এই ধাপগুলি সম্পন্ন করলেই রেশন কার্ড (Ration Card) সম্বন্ধিত সকল পরিষেবার লিস্ট চলে আসবে। এবার থেকে রেশন তোলার ক্ষেত্রে কার্ডের পরিবর্তে এই অ্যাপের মাধ্যমেই কাজ হয়ে যাবে। এর ফলে প্রচুর সুবিধা হবে আমজনতার।