বাংলার বাড়ি তৈরি হবে আরও সহজ! বড় আপডেট দিল পঞ্চায়েত দপ্তর

বাংলা হান্ট ডেস্কঃ গ্রামের দিকে বাড়ি তৈরি করতে গেলে পঞ্চায়েতের ছাড়পত্রের প্রয়োজন হয়। কিন্তু ‘বাংলার বাড়ি’ (Banglar Bari) প্রকল্পে বাড়ি তৈরীর ক্ষেত্রে এই অনুমতির কোনো প্রয়োজন নেই। এবার এমনটাই জানাচ্ছে খোদ পঞ্চায়েত দপ্তর। এই সরকারি প্রকল্পে বাড়ি তৈরীর অনুমতি চেয়ে প্রায় প্রত্যেকদিন উত্তর চব্বিশ পরগণা জেলার বিভিন্ন ব্লক বা পঞ্চায়েতে ভিড় জমাচ্ছেন উপভোক্তারা। তাই এই  সমস্যা দূর করতেই জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে আবাস প্রকল্পের বাড়ি তৈরি করতে গেলে এবার থেকে আর কোনো অনুমতি নেওয়ার দরকার হবে না।

বাংলার বাড়ি (Banglar Bari) নিয়ে বড় ঘোষণা দপ্তরের

প্রসঙ্গত দীর্ঘ দু’বছরের বেশি সময় ধরে আবাস যোজনা প্রকল্পে বাংলার মানুষদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিপূর্বে এই কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছে রাজ্য সরকার। অবশেষে প্রতিশ্রুতি মতো গত বছরের ডিসেম্বর মাসেই এই সরকারি প্রকল্পে নিজস্ব কোষাগার থেকে বাংলার বাড়ি (Banglar Bari) তৈরির প্রথম কিস্তির টাকা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সরকারি সূত্রে খবর এখনও পর্যন্ত এই প্রকল্পের আওত্তায় ১২ লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা দিয়েছে রাজ্য সরকার। তাদের মধ্যেই রয়েছেন উত্তর ২৪ পরগনা জেলার বেশ কিছু উপভোক্তা। জানা যাচ্ছে এই জেলার মোট ৫৬ হাজার উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম দফার ৬০ হাজার টাকা চলে গিয়েছে। বাড়ি তৈরির কাজও শুরু করে দিয়েছেন অনেকে। কিন্তু কিছু উপভোক্তার মনে তৈরি হয়েছে সংশয়।

আরও পড়ুন: বাচ্চাকে ব্যবহার করে একদম ডিভোর্সে সুবিধা নয়! মহিলাকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট

তাঁদের প্রশ্ন বাংলার বাড়ি (Banglar Bari) তৈরি করার জন্য পঞ্চায়েতের অনুমোদন কি সত্যিই প্রয়োজনীয়? এপ্রসঙ্গে জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী এজন্য কোন অনুমতি লাগছে না। কারণ সরকারিভাবে সমীক্ষা করে, বেশ কিছু তথ্য খতিয়ে দেখে তবেই উপভোক্তাদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

Awas Yojana

বারাসাত ১ এর বিডিও রাজীব দত্তচৌধুরী এ প্রসঙ্গে বলেছেন, এই বাড়ি তৈরির জন্য আগেই, সার্ভে করার সময় সমস্ত প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে। তাই আর কোনো সরকারি অনুমতির দরকার নেই। একইভাবে হাবড়ার ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবীর মজুমদার জানিয়েছেন, রাজ্য সরকার সবদিক খতিয়ে দেখে তবেই উপভোক্তাদের এই প্রকল্পের আওতায় এনেছে। এই কারণেই আমরা স্পষ্ট জানিয়েছি এর জন্য আলাদা কোনও অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর