বাংলা হান্ট ডেস্ক: বাইকপ্রেমীদের কাছে এবার বিরাট সুখবর! ভারতের বাজারে এসেছে একটি দুর্ধর্ষ বাইক যা নিঃসন্দেহে পছন্দ হবে সকলেরই! এমনিতেই বর্তমান সময়ে লাগামছাড়া পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে জর্জরিত সকলে। তবে, এই বাইকের ক্ষেত্রে সে চিন্তা একদমই নেই!
Ignitron Motocorp-নামক একটি কোম্পানি CYBORG ব্যান্ডের অধীনে নতুন বছরে দেশের প্রথম এক বৈদ্যুতিক ক্রুজার বাইক লঞ্চ করেছে । এই দুর্দান্ত মডেলের ইলেকট্রিক ক্রুজার বাইকটির নাম হল Cyborg Yoda। এই বাইকটি মাত্র একবার সম্পূর্ণ চার্জ দিলেই দৌড়তে পারবে ১২০ কিলোমিটার পর্যন্ত। পাশাপাশি এই গাড়ির ব্যাটারি পাল্টানোরও সুবিধা রয়েছে।
বাইক প্রস্তুতকারী সংস্থার মতে জানানো হয়েছে যে, বাইকটি ভারতের যে কোনো ভূপ্রকৃতি কিংবা প্রতিকূল পরিস্থিতিতে চলাচল করতে পারবে। পাশাপাশি, Cyborg Yoda বৈদ্যুতিক বাইকটিতে নিও-রেট্রো ডিজাইনের সাথে ক্রুজার লুকও দেওয়া হয়েছে।
পাশাপাশি এই বাইকে গোলাকার আকৃতির হেডল্যাম্প, টেল লাইট এবং টার্ন ইন্ডিকেটর ডিজাইন করা হয়েছে। এছাড়াও, প্রচলিত ক্রুজারের মতই রয়েছে দীর্ঘ এবং প্রশস্ত হ্যান্ডেল বার।
আরামদায়ক যাত্রার জন্য গাড়িটিতে রয়েছে লো- স্যাডল এবং ফরওয়ার্ড- সেট ফুডপেগ। এছাড়াও এই বাইকে রয়েছে অ্যান্টি-থেফট অ্যালার্ম, পিলার ব্যাকরেস্ট, সাইড প্যানিয়ার বক্স অ্যাডজাস্টেবল সাসপেনশন সেটআপ এবং চাবিহীন ইগনিশন।
বাইকটি কেনার সময়ে কোম্পানির তরফ থেকে একটি কম্প্যাক্ট হোম চার্জার দেওয়া হবে, যার মাধ্যমে ৩০ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ করা যাবে। তবে, বাইকটির হার্ডওয়্যার এবং ব্যাটারি ও মোটর কার্যকারিতা সম্পর্কে খুব একটা বেশি তথ্য দেওয়া হয়নি কোম্পানির তরফ থেকে।