নাগরিকত্ব পেতে কোনও রেশন কার্ড বা নথি লাগবে না, সংশোধনী বিল পাস হওয়ার পর জানালেন অমিত শাহ

বাংলা হান্ট ডেস্ক : কয়েক মাস আগে থেকেই সংসদের শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করানো নিয়ে তুমুল তোড়জোড় শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। যদিও বরাবরই ক্যাব অর্থাত্ সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল বা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিরোধিতা করে এসেছে তৃণমূল ,।শুধুমাত্র তৃণমূল নয় অন্যান্য বিরোধী দলগুলি একযোগে তৃণমূলের পথেই হেঁটেই সকলে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করেছেন।

নাগরিকত্ব সংশোধনী বিল আর সভার মধ্য দিয়ে এখন থেকে পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা কমপক্ষে পাঁচ বছরের হিন্দু জৈন খ্রিস্টান বৌদ্ধ পার্সি শিখ সকলেই ভারতে থাকার নাগরিকত্ব পাবেন। যদিও এখানে মুসলিমদের ঠাঁই নিয়েই, কিন্তু ভারতের বাসকারী মুসলিমদের ওপর তার প্রভাব পড়বে না বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তবে এনআরসি অর্থাত্ জাতীয় নাগরিক পঞ্জী করণের হয় বাংলার গ্রামেগঞ্জে রেশন কার্ড এবং অন্যান্য নথিপত্র ঠিক করার একটা হিড়িক পড়েছে, সকলের একটাই চিন্তা এই সমস্ত নথিপত্র ঠিক না থাকলে নাকি নাগরিকত্ব পাওয়া থেকে বঞ্চিত হতে হবে কিন্তু সোমবার সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলকে অভয় দিয়ে বললেন নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর নাগরিকত্ব পেতে গেলে কোনও রকম রেশন কার্ড বা অন্যান্য সূচিপত্রের প্রয়োজন পড়বে না।

amit shah pti 1200

তাই তো শরণার্থী হিন্দু জৈন খ্রিস্টান বৌদ্ধ পার্সি শিখ সকলেই নাগরিকত্ব পাবেন। একই সঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বক্তৃতা দিতে গিয়ে বহু রাজনৈতিক দল অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ তোলেন তাই কোথাও কোথাও নাকি নাগরিকত্ব পেতে গেলে রেশন কার্ড জন্মপত্রিকা লাগবে বলে প্রচার করা হয়েছে এটা শুধুমাত্র একটি প্রচার এমনটাই বলা হয়েছে।

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন নাগরিকত্ব সংশোধনী মাধ্যমে কোনও ভাবেই কোনও ভারতীয়কে বাদ দেওয়া যাবে না। উল্লেখ্য যে ভাবে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে উত্তপ্ত হয়েছে গোটা দেশ তা এ প্রসঙ্গে বলতে গিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতন যে ভাবে বেড়ে চলেছে তা থামানোর উদ্দেশ্যেই নাগরিকত্ব সংশোধনী বিল পাস করা হয়েছে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

সম্পর্কিত খবর