গত ২৪ ঘণ্টায় ১০ টি রাজ্যে নতুন করে করোনার কোন মামলা নেই, ৪টি রাজ্য করোনা থেকে অচ্ছুতঃ স্বাস্থমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনার সংক্রমণ লাগাতার বেড়েই চলেছে। রবিবার দুপুর পর্যন্ত দেশে সংক্রমণের মামলা বেড়ে ৬২ হাজার ৯৩৯ হয়ে গেছে। গোটা দেশে করোনার কারণে এখনো পর্যন্ত ২ হাজার ১০৯ জনের মৃত্যু হয়েছে। আর এর মধ্যে কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী ডঃ হর্ষবর্ধন (Harsh vardhan) রবিবার জানান যে, বিগত ২৪ ঘণ্টায় দেশের ১০ টি রাজ্যে করোনার একটি মামলাও সামনে আসেনি। এর সাথে সাথে উনি বলেন, এখনো পর্যন্ত দেশের ৪ টি রাজ্য সম্পূর্ণ করোনা মুক্ত।

স্বাস্থমন্ত্রী বলেন, দেশে মোট ৪ হাজার ৩৬২ টি করোনা কেয়ার সেন্টার আছে আর এই সব সেন্টারে মোট ৩ লক্ষ ৪৬ হাজার ৮৫৬ জনকে রাখা হয়েছে। উনি এও জানান যে, এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য গুলোকে ৭২ লক্ষ এন-৯৫ মাস্ক আর ৩৬ লক্ষ পিপিই কিট পাঠানো হয়েছে।

যেই রাজ্য গুলো সম্পূর্ণ করোনার মুক্ত সেগুলো হল সিকিম, নাগাল্যান্ড আর লক্ষদ্বীপ। আর যেই রাজ্য গুলোর মধ্যে এখন আর একটিও করোনার সক্রিয় মামলা নেই, সেগুলো হল, আন্দামান, অরুণাচল প্রদেশ, গোয়া, মণিপুর আর মিজোরাম।

কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রী শনিবার জানান, প্রতিদিনের হার হিসেবে করোনার পরীক্ষার সংখ্যা বেড়ে ৯৫ হাজার হয়েছে। ৩৩২ টি সরকারি আর ১২১ টি বেসরকারি ল্যাবে এখনো পর্যন্ত মোট ১৫ লক্ষ ২৫ হাজার ৬৩১ জনের করোনার পরীক্ষা হয়েছে। স্বাস্থ মন্ত্রী পূর্বাঞ্চলের রাজ্য গুলোতে করোনার পরিস্থিতি রোখার জন্য নেওয়া পদক্ষেপের সমীক্ষা করেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর