গত দু’বছরে একটিও ২০০০ টাকার নোট ছাপানো হয়নি। লোকসভায় এদিন এমনটাই জানাল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তবে কি ২০০০ টাকার নোট (Two Thousands Note) নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক (RBI) কোনো সমস্যায় পড়েছে ? তা অবশ্য স্পষ্ট নয়।
তবে সরকারের তরফে জানানো হয় যে , মানুষের লেনদেন আরও সহজ করতে ও চাহিদা অনুযায়ী নোটের ডিনমিনেশন বাজারে সমতল রাখতে কোন টাকার নোট কতটা ছাপা হবে রিজার্ভ ব্যাংকে তার পরামর্শ দেয় সরকার। সেখানেই ঠিক হয় যে, ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবর্ষে ২০০০ টাকার নোট (Note) ছাপানোর প্রয়োজন একেবারেই নেই।
উল্লেখ্য, সামনে আসা রিপোর্ট অনুসারে, ৩০ মার্চ ২০১৮ সাল পর্যন্ত ৩ হাজার ৩৬২ মিলিয়ন মুদ্রার ২০০০ টাকার নোট ছাপানো হয়েছিল। তবে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ২০০০ টাকার নোট বাজারে আছে ২৪৯৯ মিলিয়ন সংখ্যক। অর্থাৎ বিগত ২ বছরে একটাও ‘গোলাপি নোট’ ছাপা হয়নি।
২০১৬ সালে ঐতিহাসিক নোট বাতিলের মুহুর্তে গোটা দেশ প্রথম দেখেছিল এই গোলাপি রঙের নোট। সামাজিক মাদ্যমে গুজব রোটে যায়, এই ২০০০ টাকার নোট নাকি বসানো আছে ‘চিপ’। ফলস্বরূপ কেউ আর নোট জাল করতে পারবে না। তবে তার ভুল খুব শীঘ্রই ভেঙে যায় সবার ।
প্রসঙ্গত নোট বাতিলের মুহূর্তে মোদীজি বলে ছিলেন জাল নোটের দৌরাত্ম্য কমাতে ও ব্ল্যাক মানি দেশে ফিরিয়ে আনতেই এমন ঐতিহাসিক সিদ্ধান্ত। সেই সময় বাতিল হয়ে যায় পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট। তবে তখনই বাজারে নিয়ে আসা হয় এই গোলাপি রঙের ২০০০ টাকার নোট। তারপরই নতুন করে ছাপানো হয় ১০,২০,১০০ ও ৫০০ টাকার নোট। এমনকি বাজারে নিয়ে আসা হয় ২০০ টাকার নতুন নোটও।