সৌমেন্দুর কেশ কেও স্পর্শ করতে পারবে না, কড়া ডোজ দেওয়া হবে : শিশির অধিকারী

বাংলাহান্ট ডেস্কঃ দক্ষিণ কাঁথির বিজেপি প্রার্থীর (BJP) নির্বাচনী এজেন্ট সৌমেন্দু অধিকারী। প্রথম দফা ভোটের দিনই তিনটি বুথে রিগিং এর অভিযোগ পাওয়া মাত্রই সেখানে পৌঁছন তিনি। খবর অনুযায়ী সেই সময় হামলা চালানো হয় সৌমেন্দুর গাড়িতে। তাতে আহত হন গাড়ির চালক। ভেঙে ফেলে হয় গাড়ির কাঁচও।

অধিকারী পরিবারের খাসতালুকে শুভেন্দু ভ্রাতা সৌমেন্দুর উপর অতর্কিতে এই হামলা প্রসঙ্গে  শিশির অশিকারীকে জিজ্ঞেশ করা হলে তিনি (Sisir Adhikari)  বলেন, ‘ সৌমেন্দুর কেশ কারও স্পর্শ করার ক্ষমতা নেই। আগামী দুদিন আরও ক্রুসিয়াল সময় আসছে। দুঘণ্টার মধ্যে ওষুধ দিয়ে দেব।’ এমনকি কড়া ডোজ দেওয়ার নিদান তৃণমূলের ব্লক সভাপতি রাধাগোবিন্দকে। উল্লেখ্য, হামলার পরপরই সৌমেন্দু অভিযোগ করেছিলেন যে, রামগোবিন্দের মদতে জনা পঞ্চাশেক দুষ্কৃতি এই হামলা চলিয়েছে।

Untitled design 2021 03 27T124224.394 1

সৌমেন্দু (Soumendu Adhikari) আরও জানান, ‘ ২০৬ ও ২০৭ নম্বরে বুথে রিগিং করছিল। কেন্দ্রীয় বাহিনীকে বলার পরও হেলদোল ছিল না। ভিতরে ছিলাম। তখন গাড়িতে আক্রমণ করল।’ তারপরই তিনি ওই দুষ্কৃতিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত এলাকা ছাড়বেন না বলেও জানান।

অভিযোগের আঙুল ওঠা ব্লক সভাপতি রাধাগোবিন্দ দাসকে (Radhagobind Das) আরও হুঁশিয়ারি দিয়ে শিশির অধিকারী বলেন, কেন্দ্রীয় বাহিনীকে মদ-মাংস সাপ্লাই করছে। এর ব্যবস্থা করব। প্রতিটি প্রক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, প্রথম দফার ভোটেই একাধিক কেন্দ্র থেকে শাসক-বিরোধী সংঘাতের খবর সামনে এসেছে। তৃণমূল কর্মীর মাথা ফাটা থেকে বিরোধী প্রার্থীর উপর হামলার মত গুরুতর ঘটনা সামনে আসছে। বাংলার ভোটে হিংসা বরাবরই লক্ষ করা যায়। তবে রাজনৈতিক মহলের মন্তব্য , এবারের ভোটে তার মাত্রা আরও বেড়ে গিয়েছে।


সম্পর্কিত খবর