বেসরকারি হাসপাতালগুলিও ফেরাতে পারবে না রোগী, কড়া নির্দেশ মমতা সরকারের

আরো একবার করোনা পরিস্থিতি নিয়ে সরব হতেই দেখা গেলো পশ্চিমবঙ্গকে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে কোনওভাবেই মানুষ যেন চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয়।করোনা রোগীকে ফেরানো যাবে না। এমনকি অন্য রুগীকে যাতে সমস্যা না সহ্য করতে হয় সেই কথাও বলা হয়।

করোনা নিয়ে শুরু থেকেই মমতা ব্যানার্জী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পথে নেমে রাস্তায় ঘুরে সাধারণ মানুষের পাশে তাকে দাঁড়াতে দেখার গেছে বার বার। তিনি সর্বদা বলেছেন এই কঠিন সময়ে বাংলার মানুষের পাশে আছেন তিনি ।ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিনি বারবার বৈঠক করছেন প্রধানমন্ত্রী মোদীর সাথে সাথে।

Coronavirus slider

আর তিনি বলেছেন সাধারণ মানুষের পাশে তিনি সবাই সময় আছেন। তার জন্যে যদি করোনা হয়ে যায় তাও তিনি পিছপা হবেনা না। এছাড়াও মুখ্যমন্ত্রীদের সঙ্গেই হোক বা প্রশাসনিক বৈঠক- যাবতীয় কাজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই সারছেন।
“শিশুদের টিকাকরণ ও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেগুলোও দেখতে হবে। করোনা নিয়ে নজর রাখলে চলবে না শুধু। বেসরকারি হাসপাতালগুলোকে বলছি, আপনারা অন্য কোনও রোগীকে দয়া করে ফিরিয়ে দেবেন না।” গতকাল সাংবাদিক বৈঠকে এমনটা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু সরকারি নয় বেসরকারি হাসপাতালের দিকেও তিনি নজর রাখার প্রসঙ্গ তুলে ধরেছেন। করোনা নিয়ে অযথা আতঙ্কে না থাকার কোথাও তিনি জানান। ভারতেও আক্রান্ত করোনার সংখ্যা ৩৩ হাজার ৫০ এ পৌঁছেছে। দেশে এখন পর্যন্ত ৮ হাজার ৩২৫ জন রোগী সেরে উঠেছেন।আর এই অবস্থায় কড়া পদক্ষেপ নিচ্ছেন মমতা ব্যানার্জী।


সম্পর্কিত খবর